'পাঠান' নিয়ে বিতর্কের মাঝেই এ কী বলে বসলেন গৌরী! জানলে অবাক হবেন

Last Updated:

মঙ্গলবার মুক্তি পেয়েছে 'পাঠান'-এর ট্রেলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ট্রেলার জুড়ে অ্যাকশন এবং টানটান উত্তেজনা।

#মুম্বই: 'পাঠান' নিয়ে উন্মাদনায় ভাটা নেই। বরং মুক্তির দিন যত এগচ্ছে, ততই চড়ছে উ‍ৎসাহের পারদ। স্বামীকে নিয়ে আপ্লুত গৌরী খান। তাঁর প্লে লিস্টে জায়গা করে নিয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের 'পাঠান'-এর গান।
দিনের বেশিরভাগ সময়টাই 'ঝুমে যো পাঠান' শুনে কাটছে গৌরীর। কাজের সময় অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানেই মজছেন শাহরুখ-পত্নী। একটি ভিডিও শেয়ার করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'কাজের সময় নিজের প্রিয় গানটা শোনা থামাতেই পারছি না।'
পোস্টে শাহরুখকে ট্যাগ করতে ভোলেননি তিনি।
advertisement
View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

advertisement
advertisement
মঙ্গলবার মুক্তি পেয়েছে 'পাঠান'-এর ট্রেলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ট্রেলার জুড়ে অ্যাকশন এবং টানটান উত্তেজনা। মাত্র ১৯ মিনিটেই এক মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভিউয়ার্স। ৫৭ বছর বয়সে যে ভাবে অ্যাকশন দৃশ্যে ধরা দিলেন শাহরুখ, তা দেখে আরও একবার মুগ্ধ দর্শকরা। সেই ট্রেলারটিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন গৌরী।
শুরু থেকেই 'পাঠান'-এর সঙ্গী বিতর্ক। ছবির গান 'বেশরম রং'-কে ঘিরে প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। গানটিতে দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আপত্তি তুলেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ আরও অনেকে। এমনকী শাহরুখকে পুড়িয়ে মারার হুমকিও দেন অযোধ্যার এক সাধু। তবে সে সব বিতর্ক ছাপিয়ে পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'পাঠান' নিয়ে বিতর্কের মাঝেই এ কী বলে বসলেন গৌরী! জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement