'পাঠান' নিয়ে বিতর্কের মাঝেই এ কী বলে বসলেন গৌরী! জানলে অবাক হবেন
- Published by:Sanchari Kar
Last Updated:
মঙ্গলবার মুক্তি পেয়েছে 'পাঠান'-এর ট্রেলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ট্রেলার জুড়ে অ্যাকশন এবং টানটান উত্তেজনা।
#মুম্বই: 'পাঠান' নিয়ে উন্মাদনায় ভাটা নেই। বরং মুক্তির দিন যত এগচ্ছে, ততই চড়ছে উৎসাহের পারদ। স্বামীকে নিয়ে আপ্লুত গৌরী খান। তাঁর প্লে লিস্টে জায়গা করে নিয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের 'পাঠান'-এর গান।
দিনের বেশিরভাগ সময়টাই 'ঝুমে যো পাঠান' শুনে কাটছে গৌরীর। কাজের সময় অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানেই মজছেন শাহরুখ-পত্নী। একটি ভিডিও শেয়ার করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'কাজের সময় নিজের প্রিয় গানটা শোনা থামাতেই পারছি না।'
পোস্টে শাহরুখকে ট্যাগ করতে ভোলেননি তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
advertisement
মঙ্গলবার মুক্তি পেয়েছে 'পাঠান'-এর ট্রেলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ট্রেলার জুড়ে অ্যাকশন এবং টানটান উত্তেজনা। মাত্র ১৯ মিনিটেই এক মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভিউয়ার্স। ৫৭ বছর বয়সে যে ভাবে অ্যাকশন দৃশ্যে ধরা দিলেন শাহরুখ, তা দেখে আরও একবার মুগ্ধ দর্শকরা। সেই ট্রেলারটিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন গৌরী।
শুরু থেকেই 'পাঠান'-এর সঙ্গী বিতর্ক। ছবির গান 'বেশরম রং'-কে ঘিরে প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। গানটিতে দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আপত্তি তুলেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ আরও অনেকে। এমনকী শাহরুখকে পুড়িয়ে মারার হুমকিও দেন অযোধ্যার এক সাধু। তবে সে সব বিতর্ক ছাপিয়ে পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 4:39 PM IST