চার বছর পর পর্দায় ফিরলেন শাহরুখ। কিন্তু 'পাঠান' মুক্তির আগেই বয়ে গিয়েছে বিতর্কের ঝড়। কখনও নায়িকার পোশাকের রং নিয়ে বিক্ষোভ-তরজা। কখনও আবার ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে আইনি জটিলতা। প্রবল বাধাবিপত্তি পেরিয়ে পর্দায় আবির্ভাব 'পাঠান'-এর। এই প্রথম নিজের ছবিকে ঘিরে যাবতীয় বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ।
আরও পড়ুন: 'আমিই শেষ তারকা'! রাজার সিংহাসন যে শুধুই তাঁর, জানতেন 'ভালবাসার বিগ্রহ' শাহরুখ
আরও পড়ুন: বাথরুমে কান্নায় ভেঙে পড়েন, অবসাদে ঈশ্বরের দেওয়া ব্যালকনি টিকিটই সঙ্গী শাহরুখের!
ছবি তৈরির ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বিনোদনই হবে শেষ কথা। এমনটাই বক্তব্য শাহরুখের। নিজের বক্তব্য বোঝাতে তিনি বলেন, "দীপিকা অমর, আমি আকবর, জন অ্যান্টনি। কোনও মানুষ, সংস্কৃতি বা জীবনের যে কোনও ক্ষেত্রেই আমরা কোনও ভেদাভেদ করি না।"
দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, "আমরা আপনাদের ভালবাসি। তাই ছবি তৈরি করি। আপনারা আমাদের ভালবাসলে আমাদের ভাল লাগে। আমাদের ভালবাসুন। আমরা ভালবাসার কাঙাল।"
এখানেই থামেননি আপ্লুত 'পাঠান'। অভিনেতা জানান, বক্স অফিসের সাফল্য নয়, দর্শককে বিনোদন জোগানোর মাঝেই আনন্দ খুঁজে পান তিনি। ছবির মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতি, পুরনো গল্পগুলিকে বাঁচিয়ে রাখতে চান শাহরুখ। যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু বদলে নিয়েছেন গল্প বলার ধরন।