Shah Rukh Khan: 'আমিই শেষ তারকা'! রাজার সিংহাসন যে শুধুই তাঁর, জানতেন 'ভালবাসার বিগ্রহ' শাহরুখ

Last Updated:

বয়কট বাহিনীর তাণ্ডব, দক্ষিণীর ছবির রমরমায় বলিউড যখন এক প্রকার বিধ্বস্ত, তখন ৫৭-র শাহরুখের বুড়ো হারের ভেলকিই আশার আলো দেখালো।

শাহরুখের 'পাঠান' বক্স অফিসে সফল
শাহরুখের 'পাঠান' বক্স অফিসে সফল
কলকাতা: ঝুলিতে একাধিক ব্যর্থ ছবি। ব্যক্তিজীবন ঘিরে বিতর্ক। ঘৃণাসেনার লাগাতার আক্রমণ। বিগত চারটে বহু ঝড় ঝাপটা সামলেছেন শাহরুখ খান। তবে কি এ বার রাজার সিংহাসন ছাড়ার পালা? এমনও প্রশ্ন ঘুরপাক খেয়েছিল চারদিকে। কিন্তু শাহরুখ কি হার মানার পাত্র! তিনি অপেক্ষা করেছেন। অগুনতি আক্রমণ সয়েছেন মুখে কুলুপ এঁটে। সকলের অগোচরেই নিজেকে একটু একটু করে ভেঙেছেন। ভাঙা টুকরোগুলোকেই ফের জোড়া লাগিয়ে নিজেকে গড়েছেন নতুন করে। 'পাঠান'-এর হাত ধরে বলিউডের ধুঁকতে থাকা বক্স অফিসের খেলা ঘুরিয়েছেন। দেখিয়েছেন এ ভাবেও ফিরে আসা যায়।
বয়কট বাহিনীর তাণ্ডব, দক্ষিণীর ছবির রমরমায় বলিউড যখন এক প্রকার বিধ্বস্ত, তখন ৫৭-র শাহরুখের বুড়ো হারের ভেলকিই আশার আলো দেখালো। তিনি বুঝিয়ে দিলেন, বলিউডে তাঁর বিকল্প আজও নেই। বেশ কয়েক বছর আগের কথা। শাহরুখের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন অনুপম খের। অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, শাহরুখ খানের বিকল্প তৈরি হলে কি হবে? 'কিং' তকমা যদি তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়? হালকা হেসে শাহরুখ বলেছিলেন, "আমিই বলিউডের শেষ তারকা।"
advertisement
advertisement
না, ঔদ্ধত্য বা আস্ফালন নয়। শাহরুখ এ কথা বলেছিলেন নিছক আত্মবিশ্বাস থেকে। একজন নায়কের যতটা সুদর্শন বা ঝকঝকে হওয়া দরকার বলে সাধারণ ভাবে মনে করা হয়, তিনি নিজেকে সে ভাবে কখনওই দেখেননি। কিন্তু নিজের আত্মবিশ্বাসের উপর ভর করেই এতটা পথ হেঁটে গিয়েছেন অভিনেতা।
advertisement
তাই বোধ হয় লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক তাঁকে কখনও ছুঁতে পারেনি। রাজার সিংহাসন যে আজও তাঁর, তা বক্সঅফিসের হিসেবনিকেশেই বোঝালেন শাহরুখ। দেখিয়ে দিলেন, আজন্মকাল ধরে বলিউডের ভালবাসার বিগ্রহ তিনিই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: 'আমিই শেষ তারকা'! রাজার সিংহাসন যে শুধুই তাঁর, জানতেন 'ভালবাসার বিগ্রহ' শাহরুখ
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement