Shah Rukh Khan: বাথরুমে কান্নায় ভেঙে পড়েন, অবসাদে ঈশ্বরের দেওয়া ব্যালকনি টিকিটই সঙ্গী শাহরুখের!

Last Updated:

Shah Rukh Khan: ছবি মুক্তির আগে প্রচারে অংশ নেননি ছবির কলাকুশলীরা। কিন্তু দর্শকদের প্রবল ভালবাসার নমুনা দেখে গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে বসেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন এব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

মুম্বই: ২০১৮ সালের শেষের দিক। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আনন্দ এল রাই পরিচালিত 'জিরো'। তার পর তিনি উধাও। পর্দায় আর দেখা দেন না। কেটে গেল চার বছর। এরই মধ্যে মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খানের হাজতবাস। জীবন যেন অন্ধকার মোড়ে এসে দাঁড়িয়েছিল। বয়স বেড়ে ৫৭-এ পা। তার পরেই 'পাঠান' ঝড়। সাইক্লোনের মতো এসে শাহরুখ খানের জীবনকে টেনে নিয়ে এল আলোয়। সাত দিন হয়ে গেল সিদ্ধার্থ আনন্দের এই ছবির। বিশ্বব্যাপী ৫৫০ কোটির ব্যবসা করে ফেলল 'পাঠান'।
ছবি মুক্তির আগে প্রচারে অংশ নেননি ছবির কলাকুশলীরা। কিন্তু দর্শকদের প্রবল ভালবাসার নমুনা দেখে গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে বসেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন এব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
View this post on Instagram

A post shared by Showsha (@showsha_)

advertisement
advertisement
আর সেখানেই শাহরুখ তাঁর জীবনের অন্ধকার সময়গুলোর কথা বললেন। চলল গত ৪ বছরের স্মৃতিচারণ। বাড়িতে বাথরুমে ঢুকে তিনি কাঁদতেন। অবসাদ গ্রাস করেছিল তাঁকে।
ঘণ্টার পর ঘণ্টা সেখানেই কাটাতেন তিনি। শাহরুখ জানান, তাঁর বাড়ির বড়রা একবার তাঁকে বলেছিলেন, ‘‘যখন তোমার জীবনে ব্যর্থতা আসবে, সব সময় তাঁদের কাছে যাবে যাঁরা তোমাকে নিঃশর্তে ভালবাসে। যাঁদের সঙ্গে কাজ করো, তাঁদের কাছে যাবে না।’’
advertisement
শাহরুখের কথায়, ‘‘সে কথা আমি মেনে চলেছি। আমার যখন মন খারাপ হয়, বা আনন্দ হয় আমি ব্যালকনিতে (মন্নতের বিখ্যাত ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে ভক্তদের উজাড় করা ভালবাসা পান তিনি) চলে আসি। আমি ভাগ্যবান, ঈশ্বর আমাকে সারা জীবনের জন্য একটি ব্যালকনি টিকিট দিয়েছেন। আর সেই মানুষগুলো আমার সাফল্যের সময়েও যেভাবে ভালবাসেন, আমার ব্যর্থতার সময়েও সেভাবেই ভালবাসেন।’’
advertisement
সাংবাদিক সম্মেলনে শাহরুখকে প্রশ্ন করা হয়, কতটা কঠিন ছিল এত দিন রুপোলি পর্দায় থেকে দূরে থাকা? তাঁর উত্তর ছিল, ‘‘এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: বাথরুমে কান্নায় ভেঙে পড়েন, অবসাদে ঈশ্বরের দেওয়া ব্যালকনি টিকিটই সঙ্গী শাহরুখের!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement