Shah Rukh Khan: বাথরুমে কান্নায় ভেঙে পড়েন, অবসাদে ঈশ্বরের দেওয়া ব্যালকনি টিকিটই সঙ্গী শাহরুখের!
- Published by:Teesta Barman
Last Updated:
Shah Rukh Khan: ছবি মুক্তির আগে প্রচারে অংশ নেননি ছবির কলাকুশলীরা। কিন্তু দর্শকদের প্রবল ভালবাসার নমুনা দেখে গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে বসেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন এব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
মুম্বই: ২০১৮ সালের শেষের দিক। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আনন্দ এল রাই পরিচালিত 'জিরো'। তার পর তিনি উধাও। পর্দায় আর দেখা দেন না। কেটে গেল চার বছর। এরই মধ্যে মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খানের হাজতবাস। জীবন যেন অন্ধকার মোড়ে এসে দাঁড়িয়েছিল। বয়স বেড়ে ৫৭-এ পা। তার পরেই 'পাঠান' ঝড়। সাইক্লোনের মতো এসে শাহরুখ খানের জীবনকে টেনে নিয়ে এল আলোয়। সাত দিন হয়ে গেল সিদ্ধার্থ আনন্দের এই ছবির। বিশ্বব্যাপী ৫৫০ কোটির ব্যবসা করে ফেলল 'পাঠান'।
ছবি মুক্তির আগে প্রচারে অংশ নেননি ছবির কলাকুশলীরা। কিন্তু দর্শকদের প্রবল ভালবাসার নমুনা দেখে গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে বসেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন এব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
advertisement
advertisement
আর সেখানেই শাহরুখ তাঁর জীবনের অন্ধকার সময়গুলোর কথা বললেন। চলল গত ৪ বছরের স্মৃতিচারণ। বাড়িতে বাথরুমে ঢুকে তিনি কাঁদতেন। অবসাদ গ্রাস করেছিল তাঁকে।
ঘণ্টার পর ঘণ্টা সেখানেই কাটাতেন তিনি। শাহরুখ জানান, তাঁর বাড়ির বড়রা একবার তাঁকে বলেছিলেন, ‘‘যখন তোমার জীবনে ব্যর্থতা আসবে, সব সময় তাঁদের কাছে যাবে যাঁরা তোমাকে নিঃশর্তে ভালবাসে। যাঁদের সঙ্গে কাজ করো, তাঁদের কাছে যাবে না।’’
advertisement
শাহরুখের কথায়, ‘‘সে কথা আমি মেনে চলেছি। আমার যখন মন খারাপ হয়, বা আনন্দ হয় আমি ব্যালকনিতে (মন্নতের বিখ্যাত ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে ভক্তদের উজাড় করা ভালবাসা পান তিনি) চলে আসি। আমি ভাগ্যবান, ঈশ্বর আমাকে সারা জীবনের জন্য একটি ব্যালকনি টিকিট দিয়েছেন। আর সেই মানুষগুলো আমার সাফল্যের সময়েও যেভাবে ভালবাসেন, আমার ব্যর্থতার সময়েও সেভাবেই ভালবাসেন।’’
advertisement
সাংবাদিক সম্মেলনে শাহরুখকে প্রশ্ন করা হয়, কতটা কঠিন ছিল এত দিন রুপোলি পর্দায় থেকে দূরে থাকা? তাঁর উত্তর ছিল, ‘‘এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 9:42 AM IST