মুম্বই: ‘পাঠান’-এ উত্তাল গোটা দেশ। ভারত তো বটেই, বিদেশেও শাহরুখ খানের এই অ্যাকশন-থ্রিলার নিয়ে উত্তেজনা কিছু কম নয়। সারা বিশ্বে এই ছবিটির লক্ষ্মীলাভ প্রায় ৫৫০ কোটি! মুক্তির পাঁচ দিন পর জনসমক্ষে এলেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং তিন তারকা, জন এব্রাহাম, দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান। বসলেন সাংবাদিক সম্মেলনে। আর সেখানেই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল।
View this post on Instagram
‘পাঠান’ জ্বরে কাবু দেশকে জানালেন, আরও একবার নতুন ভাবে নিয়ে আসবেন সিদ্ধার্থ! আসবে ‘পাঠান ২’? তাঁর কথায় তো এমনই ইঙ্গিত মিলল।
View this post on Instagram
সঞ্চালক অনুরাগ পাণ্ডে ছবির পরিচালককে প্রশ্ন করেন, শাহরুখের সঙ্গে দ্বিতীয় কোনও ছবি নিয়ে ভাবছেন কি? প্রশ্ন করতেই ভক্তদের মধ্যে উত্তেজনা টের পাওয়া যায়। সিদ্ধার্থও উত্তরটা যেন ভক্তদের উদ্দেশ্যেই দেন, তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘‘পাঠান এল, হিট হল। এরপর কী আসবে?’’ জনতাদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। সকলে মিলে চিৎকার করে বলতে থাকেন, ‘পাঠান ২’! শাহরুখও বলেন, ‘‘তাঁরা যদি আমার সঙ্গেই একটা সিক্যুয়েল বানাতে চান, সে তো আমার জন্য অত্যন্ত সম্মানজনক।’’
আরও পড়ুন: 'পাঠান'কে রোখে সাধ্য কার! এবার যা রেকর্ড করলেন কিং খান, কাঁপিয়ে দিল আকাশ-বাতাস
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
সিদ্ধার্থের কথায় জানা গেল, বাদশার মতো তারকা পরিচালকের কথা মেনে চলেন। পরিচালকের কথাই তাঁর কাছে শেষ কথা। শাহরুখ যেন জলের মতো। তাঁকে যে পাত্রে রাখা হবে, সেরকমই আকার ধারণ করবেন। একইসঙ্গে সিদ্ধার্থের কাছে শাহরুখের সঙ্গে কাজ করাটা যে কত বড় পাওনা, তা তিনি সপাটে জানাতে দ্বিধাবোধ করলেন না। সিদ্ধার্থের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ অর্জন করতে হয়। যা আমি এতদিন করিনি। কিন্তু এখন সেই সুযোগটা পেয়েছি আমি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Pathaan, Shah Rukh Khan