দীপিকাকে দেখে ‘আঁখো মে তেরি’ গেয়ে উঠলেন শাহরুখ, বললেন, ‘আমরা তো প্রেমের সুযোগ খুঁজি’

Last Updated:

বহুদিন পর ফের মিডিয়ার কাছে ধরা দিলেন শাহরুখ খান। 

নয়াদিল্লি: বহুদিন পর ফের মিডিয়ার কাছে ধরা দিলেন শাহরুখ খান। পাঠানের সাফল্যের উদযাপনে ফের সাংবাদিকদের মুখোমুখি হলেন বাদশাহ । পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও দীপিকা পাড়ুকনের সঙ্গে বেশ খোসমেজাজেই দেখা গেল বাদশাহকে।
কিন্তু, কিং খানের সঙ্গে গানে মেতে উঠলেন দিপীকা। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাদশাহর হাত ধরে গাইলেন 'আঁখো মে তেরি আজব সি আদায়ে হ্যা' নায়িকার গানে মুগ্ধ হয়ে চুপ থাকতে পারলেন না শাহরুখও গলা মেলালেন একই সুরে। দু'জনের এই গান শুনে মুগ্ধ হলেন দর্শকরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, শাহরুখের বিপরীতে অভিনয় করেই বলিউডে প্রথম হাতে ক্ষড়ি হয় দীপিকার।'ওম শান্তি ওম'-এর হাত ধরেই সাফল্য পান তিনি। এই গানটি ওই ছবিরই গান। এই গানের মাধ্যমে ফের ফেলে আসা স্মৃতিতে হাত বোলালেন অভিনেত্রী। কিং খানের হাত ধরে নিজের প্রথম ছবির স্মৃতি মনে করলেন।
advertisement
শাহরুখ দীপিকার এই গানের যুগলবন্দি ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের। প্রিয় নায়ক, নায়িকার এই ভিডিও দেখে খুশির ফোয়ারা উঠেছে দর্শক মহলে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকাকে দেখে ‘আঁখো মে তেরি’ গেয়ে উঠলেন শাহরুখ, বললেন, ‘আমরা তো প্রেমের সুযোগ খুঁজি’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement