হোম /খবর /বিনোদন /
'দীপিকা অমর, আমি আকবর, জন অ্যান্থনি...আমরা একসূত্রে বাঁধা, এটাই বলিউড': শাহরুখ

'দীপিকা অমর, আমি আকবর, জন অ্যান্থনি...আমরা একসূত্রে বাঁধা, কোনও ফারাক নেই, এটাই বলিউড': শাহরুখ খান

কিং খান প্রমাণ করলেন, 'এভাবেও ফিরে আসা যায়'! সব রেকর্ড চুড়মার করেছে 'পাঠান'

  • Share this:

মুম্বই: কিং খান প্রমাণ করলেন, 'এভাবেও ফিরে আসা যায়'! সব রেকর্ড চুড়মার করেছে 'পাঠান'! একের পর এক নজির! নিন্দুকেদের বুড়ো আঙুল দেখিয়ে বক্স-অফিসে এখন শুধু 'পাঠান' রাজ!

ছবি মুক্তির পর দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি শাহরুখ। বলেন, '' দীপিকা পাড়ুকোন অমর, আমি আকবর আর জন অ্যান্থনি। এই দিয়েই সিনেমা তৈরি... অমর-আকবর-অ্যান্থনি! এটাই আমরা, আমাদের মধ্যে  কোনও ফারাক নেই, আমরা একসূত্রে বাঁধা। এটাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বাস করুন, আমারা কোনও সংস্কৃতির ভেদাভেদ করিনা। আমরা আপনাদের ভালবাসি, তাই অভিনয় করি। আমরা আপনাদের আলবাসি, আপনারা আমাদের এত ভালবাসা দিয়েছেন বলে। আমরা বড় ভালবাসার কাঙাল।''

View this post on Instagram

A post shared by NDTV (@ndtv)

১৯৭৭ সালের তুমুল জনপ্রিয় ছবি ছিল অমর-আকবর-অ্যান্থনি। মনমোহন দেসাই পরিচালিত ছবিটির কেন্দ্রে ছিল তিন ভাইয়ের গল্প। ছোটবেলায় তিন ভাই ঘটনাচক্রে আলাদা হয়ে যায়। এবার, তিনজন ভিন্ন ধর্মের মানুষ তাদের বড় করে। একজন হয়ে ওঠে হিন্দু ধর্মাবলম্বি অমর, একজন ইসলাম  ধর্মাবলম্বি আকবর আর একজন খৃষ্টান ধর্মাবলম্বি অ্যান্থনি। গড়াতে থাকে ছবির চিত্রনাট্য! কালক্রমে তিন ভাইয়ের দেখা হয়! তারা হাতে-হাত মিলিয়ে সেই মানুষটার বিরুদ্ধে প্রতিষোধ নেয়, যার জন্য একরত্তি অবস্থাতেই তাদের আলাদা হয়ে যেতে হয়েছিল। গল্পের মধ্যে দিয়ে চিত্রনাট্যকার ফুটিয়ে তুলেছেন, তিন ভাইয়ের ধর্ম আলাদা হলেও তাদের আত্মিক বন্ধনে কিন্তু কোনও খামতি হয়নি। ধর্ম আলাদা বলে তাদের ভালবাসার গভীরতা এতটুকু কমেনি, ধর্ম আলাদা বলে তাদের লক্ষ্য আলাদা নয়। একইভাবে এদিন কিং খান এটাই বোঝাতে চেয়েছেন, সিনেমা কোনও ভেদাভেদ করে না। বলিউড ইন্ডাস্ট্রির কাছে সবাই এক। সবাই একসূত্রে বাঁধা! সিনেমার কলাকুশলীদের একটাই লক্ষ্য, দর্শককে খুশি করা।

বাদশার জাদু শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, পাড়ি দিয়েছে আমেরিকাতেও। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি। ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। দেশে এখনও পর্যন্ত ‘পাঠান’-এর মোট আয় ২৮২ কোটি টাকা। দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে। বিদেশে ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। ভারতে এই ছবি চলছে সাড়ে ৫ হাজার পর্দায়। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে। চলছে রমরমিয়ে। আমেরিকায় তো রেকর্ড! উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা) আয় করেছে আমেরিকায়। উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনও ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় আয় সবচেয়ে বেশি। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ। এই নিরিখে হলিউডের ৩টি ছবি কেবল ‘পাঠান’-এর সামনে রয়েছে-- ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Pathaan