TRENDING:

Bela Shuru: ‘‘যে সম্পর্ক ঘরে বাইরে থেকে শুরু হয়েছিল, সেটা এখানে...’’, কেমন লাগল ‘বেলাশুরু’, জানালেন সন্দীপ রায়

Last Updated:

Bela Shuru: ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর অভিনয় তাঁকে ছুঁয়ে গিয়েছে৷ বর্ষীয়ান দুই অভিনেতার মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া, তা অসম্ভব সুন্দর৷ জানালেন সন্দীপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘‘যে সম্পর্ক ঘরে বাইরে থেকে শুরু হয়েছিল, সেটা এখানে শেষ হল...’’ বলেই ক্ষণিকের নীরবতা৷ তার পরই সন্দীপ রায়ের প্রশ্ন, ‘‘ শেষ হল কী?’’ সত্যজিৎপুত্র কথা বলছিলেন ‘বেলাশুরু’ ছবি নিয়ে৷ এই শেষ না হওয়ার উত্তরও দিলেন তিনি৷ বললেন, ‘‘কারণ তাঁরা তো ক্যামেরাবন্দি হয়ে গেলেন৷ সব সময়ই থাকবেন এঁরা৷’’ সন্দীপ জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশুরু’ খুব ভাল হয়েছে৷
Bela Shuru
Bela Shuru
advertisement

ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর অভিনয় তাঁকে ছুঁয়ে গিয়েছে৷ বর্ষীয়ান দুই অভিনেতার মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া, তা অসম্ভব সুন্দর৷ জানালেন সন্দীপ৷ প্রসঙ্গত ১৯৮৫ সালে সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে প্রথম বার একসঙ্গে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত৷ সৌমিত্র অভিনয় করেছিলেন সন্দীপের ভূমিকায়৷ স্বাতীলেখা ছিলেন বিমলার চরিত্রে৷ তাঁদের বলিষ্ঠ অভিনয় এ ছবির অন্যতম সম্পদ৷

advertisement

আরও পড়ুন : ‘এই বেলা শেষ হওয়ার নয়’...সৌমিত্র ও স্বাতীলেখাকে সম্মান জানিয়ে আমুলের শ্রদ্ধার্ঘ্য

‘ঘরে বাইরে’-এর দীর্ঘ দিন পর তাঁদের আবার একসঙ্গে দেখা যায় ২০১৫ সালে ‘বেলাশেষে’ ছবিতে৷ বিশ্বনাথ ও আরতির চরিত্রকে তাঁরা পৌঁছে দেন দর্শকদের মনের মণিকোঠায়৷ ‘বেলাশেষে’ মুক্তির ৭ বছর পর আবার তাঁরা ফিরলেন জুটি হয়ে৷ তবে ছবি মুক্তির আগেই নিজেরা বহু দূরে চলে গেলেন সৌমিত্র ও স্বাতীলেখা, দু’জনেই৷

advertisement

আরও পড়ুন : পল্লবী চলে গিয়েছেন বহুদূরে, কেমন আছে তার প্রিয় পোষ্যরা?

মুক্তিতেই বাজিমাত করেছে ‘বেলাশুরু’৷ প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা বলে দিচ্ছে জীবন সায়াহ্নে পৌঁছে যাওয়া এক দম্পতির গল্প তাঁরা দেখতে কতটা আগ্রহী৷ ‘বেলাশুরু’ ছবির শেষটাও খুবই ভাল লেগেছে তাঁর, জানালেন সন্দীপ৷ শেষটা কী, তা অবশ্য  প্রতিক্রিয়ায় জানাননি৷ দর্শকদের কাছে বিস্ময়টুকু ধরে রাখা থাক, চেয়েছেন তিনি৷ তবে তাঁর কাছে এ ছবির শেষ খুবই ‘তৃপ্তিদায়ক’৷ তিনি মনে করেন, যেটা হওয়া উচিত, সেটাই হয়েছে এই ছবিতে৷ এবং সেটাই তাঁর ভাল লেগেছে৷

advertisement

আরও পড়ুন : যত খুশি খেয়েও ওজন কমিয়ে রোগা থাকতে চান? ভরসা রাখুন একমুঠো দানায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সন্দীপ একা নন৷ তাঁর সঙ্গে সহমত দর্শকও৷ প্রেক্ষাগৃহে ‘বেলাশুরু’ ঘিরে দর্শকদের আগ্রহের ছবিই বুঝিয়ে দিচ্ছে এই ছবি নিয়ে তাঁদের অনুভূতির পারদ কতটা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bela Shuru: ‘‘যে সম্পর্ক ঘরে বাইরে থেকে শুরু হয়েছিল, সেটা এখানে...’’, কেমন লাগল ‘বেলাশুরু’, জানালেন সন্দীপ রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল