কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়৷ পল্লবী হত্যারহস্য এখনও ধোঁয়াশার আড়ালেই৷ তাঁর নামের সঙ্গে জড়িয়ে উঠে আসছে একের পর এক নাম৷
2/ 6
কিন্তু পল্লবী কি আত্মঘাতী হয়েছেন? কেন তিনি এ পথ বেছে নিলেন? স্পষ্টভাবে জানা যায়নি সে কথাও৷ উঠে এসেছে লাগাতার প্রশ্ন৷ কিন্তু উত্তর অধরাই৷
3/ 6
উচ্ছল জীবন, প্রাণবন্ত দর্শন ফেলে চলে গিয়েছেন পল্লবী৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনালি মুহূর্তরা৷ রঙিন স্মৃতির পাশাপাশি পড়ে আছে তাঁর পোষা পাখিগুলিও৷
4/ 6
সংবাদমাধ্যমে প্রকাশ, সাগ্নিক ও পল্লবীর ফ্ল্যাটে খাঁচায় পোষা ছিল ফিঞ্চ প্রজাতির পাখি৷ তাদের খাঁচায় জল ও দানাপানি কমে এসেছিল দুটোই৷ পোষ্যগুলির অসুবিধের কথা চিন্তা করে পুলিশ খাঁচা বাইরে বার করে আনে৷
5/ 6
পল্লবী ও সাগ্নিক যে বহুতলে থাকতেন, তার কেয়ারটেকারের স্ত্রীর হেফাজতে আপাতত খাঁচার বাসিন্দা ওই চারটি পাখি রয়েছে৷ পোষ্যদের নিয়মিত দেখভাল করা হচ্ছে৷
6/ 6
পোষ্যদের নিয়ে সাগ্নিক ও পল্লবী দু’জনেরই উৎসাহ ছিল বলে জানা গিয়েছে৷ তাদের সম্পর্কের সোনালি অতীতের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে দু’ জোড়া পাখি৷