TRENDING:

Poushali Banerjee: এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেল, এক শিল্পী...পৌষালীর তীব্র শ্লেষাত্মক পোস্ট ভাইরাল

Last Updated:

Poushali Banerjee: বয়স নির্বিশেষে বাংলা বিনোদন জগতের অনেকেই তোপ দেগেছেন রূপঙ্করের বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : তাঁর বিতর্কিত ফেসবুক লাইভে বাঙালিদের বাঙালি হতে বলেছিলেন রূপঙ্কর বাগচী৷ তাঁর মতে, পঞ্জাব, ওড়িশা বা দক্ষিণ ভারতের শ্রোতারা মুম্বইয়ের শিল্পীদের পিছনে দৌড়ে বেড়ান না৷ তাঁদের দেখে বঙ্গজদের শিখতে বলেছিলেন শিল্পী৷ কিন্তু দেখা গেল, বাঙালি শ্রোতা তো বটেই৷ বাংলার শিল্পীদের কাছেও তিনি চরম সমালোচিত হলেন৷ বয়স নির্বিশেষে বাংলা বিনোদন জগতের অনেকেই তোপ দেগেছেন রূপঙ্করের বিরুদ্ধে৷
মৃত্যু যে কত অনিশ্চিত, সে কথাও লিখে পোস্ট করেছেন পৌষালী
মৃত্যু যে কত অনিশ্চিত, সে কথাও লিখে পোস্ট করেছেন পৌষালী
advertisement

কেউ সরাসরি রূপঙ্করের নাম নিয়েছেন৷ কেউ আবার তাঁদের পোস্টে রূপঙ্করের নাম উল্লেখ করেননি৷ কিন্তু তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁদের মধ্যেই অন্যতম পৌষালী বন্দ্যোপাধ্যায়৷ তরুণ এই লোকগীতি শিল্পী ফেসবুকে লিখেছেন ‘এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেলো৷ আর এক শিল্পী ভাঁট বকে শেষ হয়ে গেলো৷’ তাঁর এই পোস্ট শেয়ার করেছেন অনেক নেটিজেন৷

advertisement

বুধবার সন্ধ্যা পর্যন্ত পৌষালীর পোস্ট লাইক করেছেন ১৫ হাজারের বেশি মানুষ৷ এসেছে প্রায় হাজারখানেক মন্তব্য৷ শেয়ার করা হয়েছে প্রায় ৭০০ বার৷ পোস্টের মন্তব্যবাক্সে পৌষালী জানিয়েছেন কেউ বিশ্বাস করতে না চাইলেও তিনি বলবেন যে ৩০ মঙ্গলবার রাতে তিনি নজরুল মঞ্চে গিয়েছিলেন কেকে-এর অনুষ্ঠান দেখতে৷ কেকে-এর মতো শিল্পীকে নিয়ে কেউ ফালতু কথা বললে তিনি কোনওভাবেই মানতে পারবেন না৷ সকলের কাছে এই মর্মে ক্ষমাও চেয়ে নিয়েছেন পৌষালী৷

advertisement

আরও পড়ুন : দর্শক-শ্রোতাকে মরে যেতে বলা থেকে জলসায় বিজ্ঞাপনী জিঙ্গল! রূপঙ্করের পুরনো বিতর্ক

মৃত্যু যে কত অনিশ্চিত, সে কথাও লিখে পোস্ট করেছেন পৌষালী৷ মন্তব্যবাক্সে বিস্ময় প্রকাশ করেছেন একজন শিল্পী কীভাবে এরকম কথা বলতে পারেন! কার সম্বন্ধে বলছেন তার নাম প্রকাশ করেননি পৌষালী৷ তবে নেটিজেনরা নিশ্চিত তাঁর পোস্টের নিশানা রূপঙ্কর বাগচী৷

advertisement

আরও পড়ুন : হোটেল না হাসপাতাল, অনুষ্ঠান শেষে কোথায় যেতে চান কেকে? জানালেন তাঁর ম্যানেজার

আরও পড়ুন : ‘ব্যক্তিগত আক্রোশ থেকে নয়’, কেকে প্রসঙ্গে রূপঙ্করের পাশে দাঁড়ালেন দ্রোণ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমবার থেকেই রূপঙ্করের পোস্ট ঘিরে ক্ষু্ব্ধ নেটিজেনরা৷ কাকতালীয়ভাবে মঙ্গলবার রাতে অনুষ্ঠানের পরই কেকে-এর অকালপ্রয়াণের পর রূপঙ্করের পোস্ট ঘিরে আছড়ে পড়ে জনরোষ৷ জনরোষের পারদ স্তিমিত হয়নি কোনওভাবেই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Poushali Banerjee: এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেল, এক শিল্পী...পৌষালীর তীব্র শ্লেষাত্মক পোস্ট ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল