কলকাতা : সামাজিক মাধ্যমের কাঠগড়ায় রূপঙ্কর বাগচী৷ তারকা গায়ক কেকে-এর মৃত্যুর পর জাতীয় পুরস্কারজয়ী রূপঙ্কর আপাতত নেটিজেনদের চোখে ‘খলনায়ক’৷ অশ্রাব্য কুকথার বর্ষণে তাঁর পাশে দাঁড়িয়েছেন নগণ্য কিছু অনুরাগী৷ বাংলা বিনোদম জগতের বেশিরভাগই তাঁর বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করেছেন৷ কিন্তু উজান স্রোতে পাড়ি দিয়েছেন দ্রোণ আচার্য৷ বাংলা গান ও ছবির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত থাকা দ্রোণ বুধবার রূপঙ্কের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেছেন৷
দ্রোণ লিখেছেন, ‘‘ঝগড়াটা আজকের না৷ অনেক পুরোনো৷’’ কীসের ঝগড়া? সেটাই ব্যাখ্যা করেছেন তিনি৷ লিখেছেন, কোনও ব্যক্তিবেশষ নন৷ রূপঙ্করের বলার উদ্দেশ্য ছিলেন বাংলা গানকে কোণঠাসা করার পুরো সিস্টেমটি৷ অভিমান রয়েছে বাংলা এফএম রেডিও চ্যানেলে বাংলা গান না বাজানোর জন্য৷ অভিমানের কেন্দ্রে রয়েছেন সঙ্গীত পরিচালকরাও৷ তালিকায় বাদ পড়ছেন না অনুষ্ঠানের উদ্যোক্তারাও৷ দ্রোণের আক্ষেপ, অনুষ্ঠানের শেষাংশ উদ্যোক্তারা রেখে দেন মুম্বইয়ের শিল্পীদের জন্যই৷ তাঁর কথায়, ‘‘কোন জায়গা থেকে, কতটা অভিমান জমলে রূপঙ্কর বাগচী লাইভ করলেন সেটা একবার ভেবে দেখবেন৷’’ রূপঙ্করের প্রসঙ্গে সামাজিক মাধ্যমের ভূমিকার উল্লেখ করতেও ছাড়েননি তিনি৷ লিখেছেন, ফেসবুক কিছু ভিডিও নিজের অ্যালগোরিদমে ভাইরাল করে৷ তার ফাঁদে পা না দেওয়ার জন্য নেটিজেনদের কাছে আহ্বান জানান তিনি৷
আরও পড়ুন : সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে
আরও সরাসরি লিখেছেন তিনি৷ লিখেছেন, ‘‘আপনি নিজে বা আপনার নিজের ছেলেমেয়ে কলকাতায় গান গাইলে আর সেটা সাপোর্ট করবেন না। ক্ষমতা থাকলে সোজা মুম্বাই পাঠাবেন। নাহলে বড়ো প্রোগ্রামে শুধুই উদ্বোধনী সঙ্গীত গেয়ে জীবন চালাতে হবে।’’ দ্রোণ নিশ্চিত, প্রয়াত কেকে-এর প্রতি রূপঙ্করের কোনও ব্যক্তিগত আক্রোশ ছিল না৷ তিনি কেকে-এর নাম উল্লেখ করেছেন শুধুমাত্র অবস্থা বোঝানোর জন্য৷ অর্থাৎ দ্রোণের কথায় কেকে-এর নাম এখানে প্রতীকী৷
আরও পড়ুন : কেকে পাড়ি দিলেন সুরলোকে, তাঁর ফেসবুকের সদ্য ছবিরা এখন স্মৃতির ঝাঁপি
আরও পড়ুন : ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা
দ্রোণের পোস্টের পরিপ্রেক্ষিতে প্রচুর মন্তব্য এসেছে নেটিজেনদের তরফে৷ তাঁদের মধ্যে অধিকাংশই রূপঙ্করের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁদের মতে, হতেই পারে রূপঙ্কর বাংলা গানের স্বার্থে কথাগুলো বলেছেন৷ কিন্তু শিল্পী হিসেবে তাঁর শব্দচয়ন মোটেও ঠিক হয়নি৷ তাছাড়া নেটিজেনদের মত, কাউকে ছোট করে বড় হওয়া যায় না৷ বিশেষ করে লাইভে বলা রূপঙ্করের ‘হু ইজ কেকে’ লাইনটি কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা৷ মন্তব্যবাক্সে ক্বচিৎ শিল্পীর সমর্থনে কিছু লেখা হলেও তাঁকেও আক্রমণ করেছেন বাকিরা৷ এমনই পরিস্থিতি, শুধু রূপঙ্কর নন, তাঁকে যাঁর সমর্থন করছেন, তাঁদেরও পড়তে হচ্ছে রোষের মুখে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drono Acharya, KK, Rupankar Bagchi