কলকাতা : এরকম সমাপতন বাস্তবে বিরল৷ সেই সমাপতনের সাক্ষী শিল্পী রূপঙ্কর বাগচী৷ সামাজিক মাধ্যমে আপাতত সমালোচনায় বিদ্ধ এই সঙ্গীতশিল্পী৷ প্রয়াত শিল্পী কেকে-এর অনুরাগীরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে৷
সমাপতনের বীজ লুকিয়ে রূপঙ্করের একটি ফেসবুক লাইভে৷ সোমবার রাতে ফেসবুক লাইভে এসেছিলেন তিনি৷ সেখানে বলেন, সামাজিক মাধ্যমে তিনি নজরুল মঞ্চে কেকে-এর অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাস দেখছেন৷ কেকে একজন বিস্ময়কর শিল্পী, সে কথা প্রথমেই স্বীকার করে নেন রূপঙ্কর৷ কিন্তু একইসঙ্গে তাঁর দাবি, কেকে-এর তুলনায় তিনি এবং বাংলার অন্যান্য একাধিক শিল্পী ভাল গান করেন৷ তাহলে তাঁদের নিয়ে দর্শক শ্রোতারা এরকম উচ্ছ্বাস প্রকাশ করেন না কেন? নেটিজেনদের কাছে প্রশ্ন রূপঙ্করের৷ এই প্রসঙ্গে তিনি বাংলার একাধিক শিল্পীর নামও করেন৷ একইসঙ্গে মনে করিয়ে দেন, কেকে যা অর্থোপার্জন করেন, তা বাংলার শিল্পীরা ধারণাও করতে পারবেন না৷ ক্ষোভ তীব্র হয় ‘গভীরে যাও’ শিল্পীর কণ্ঠে-‘‘কেকে কেকে কেকে...হু ইজ কে, ম্যান? উই আর বেটার দ্যান এনি কে৷’’ তাঁর দাবি ছিল, তিনি যে যে শিল্পীর নাম উল্লেখ করেছেন, তাঁরা যে কোনও মুহূর্তে যে কোনও ভাবে কেকে-এর তুলনায় অনেক ভাল শিল্পী৷ দর্শক শ্রোতাদের কাছে তাঁর প্রশ্ন ছিল, ‘‘আর কত দিন ধরে বম্বের পিছনে ঘুরবেন এভাবে? সাউথ ইন্ডিয়াকে দেখুন, ওড়িশাকে দেখুন, পঞ্জাবকে দেখুন...’’৷ নেটিজেনদের কাছে তাঁর আর্তি, ‘‘বাঙালি হোন’’৷
জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর এই ফেসবুক লাইভ নিয়ে সোমবার রাত থেকেই চড়ছিল উত্তেজনার পারদ৷ মঙ্গলবার রাতে কেকে-এর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেটিজনেদের তোপের মুখে পড়েন রূপঙ্কর৷ তাঁর উদ্দেশে মন্তব্যবাক্সে লেখা হয়, ‘আপনি খুশি তো এবার?’ কোনও নেটিজেন লিখেছেন ‘‘শান্তি হল এবার আপনার’৷ কটূক্তির মাত্রা আরও চড়া করে অনেক নেটিজেনের দাবি, কেকে-এর সাফল্যকে ঈর্ষা করেন রূপঙ্কর৷ সেই সুরে সুর মিলিয়ে অনেকের মন্তব্য, ‘‘কেকে জায়গা ছেড়ে দিয়ে গেলেন৷ এ বার তাঁর জায়গা রূপঙ্করই পাবেন৷’’ কার্যত অধিকাংশ নেটিজেনের ইঙ্গিত, রূপঙ্করের অভিশাপেই কেকে-এর আকস্মিক মৃত্যু! রূপঙ্করের ফেসবুক লাইভ, তাঁর গান, তাঁর ছবি-সহ যে কোনও পোস্টের নীচেই চলছে অশ্রাব্য মন্তব্যের স্রোত৷
আরও পড়ুন : প্রয়াত বিখ্যাত গায়ক কেকে, কলকাতার শোয়ের পরেই হঠাৎ মৃত্যু গায়কের
তবে কুকথার বর্ষণের মধ্যেও কিছু নেটিজেন হেঁটেছেন উল্টোপথে৷ তাঁরা লিখেছেন, এভাবে রূপঙ্করকে দায়ী করা কোনওভাবেই উচিত নয়৷ তিনি নিজের মতামত দিয়েছিলেন মাত্র৷ এটা কোনও অভিশাপ নয়৷ সমাপতন মাত্র৷
আরও পড়ুন : কেকে-র থেকে অনেক ভাল গাই! রূপঙ্করের মন্তব্যে বিতর্কের ঝড়, ট্রোল করলেন স্যান্ডিও
প্রসঙ্গত রূপঙ্কর এই মুহূর্তে ওয়েবসিরিজের শ্যুটিঙ উপলক্ষে ওড়িশায়৷ সেখান থেকেই ফেসবুক লাইভ করেন তিনি৷ অন্যদিকে কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে আকস্মিক প্রয়াণে স্তব্ধ হয়ে যান কেকে৷ এর পর রূপঙ্করকে উদ্দেশ্য করে ধেয়ে আসা কোনও কটূক্তির উত্তর শিল্পী এখনও দেননি৷ এই প্রসঙ্গে তিনি কী বলেন, তার অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KK, KK Death, Krishnakumar Kunnath