KK Moments: কলকাতার পথে সেলফি-সহ ছড়িয়ে থাকা স্মৃতি পড়ে রইল, কেকে পাড়ি দিলেন সুরলোকে

Last Updated:
KK Moments: ভক্তদের সুরের স্রোতে ভাসিয়ে শিল্পী নিজেই পাড়ি দিলেন সুরলোকে৷
1/6
কেকে-এর লাইভ পারফরম্যান্সে যেরকম হয়, ঠিক সেরকমই জনসমুদ্র আছড়ে পড়েছিল মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে৷ গুরুদাস কলেজের ‘উৎকর্ষ ২০২২’ অনুষ্ঠান জমে উঠেছিল তারকা শিল্পীর গানে৷ কলেজপড়ুয়ারা তো আনন্দে উচ্ছ্বসিত৷ অনুষ্ঠানের ছবি পোস্ট করা হয়েছে কেকে-এর ফেসবুক পেজে৷
কেকে-এর লাইভ পারফরম্যান্সে যেরকম হয়, ঠিক সেরকমই জনসমুদ্র আছড়ে পড়েছিল মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে৷ গুরুদাস কলেজের ‘উৎকর্ষ ২০২২’ অনুষ্ঠান জমে উঠেছিল তারকা শিল্পীর গানে৷ কলেজপড়ুয়ারা তো আনন্দে উচ্ছ্বসিত৷ অনুষ্ঠানের ছবি পোস্ট করা হয়েছে কেকে-এর ফেসবুক পেজে৷
advertisement
2/6
উদ্বেলিত দর্শক শ্রোতার সামনে উদাত্ত গায়ক৷ কলকাতার এই অনু্ঠান ঘিরে রোমাঞ্চিত ছিলেন তিনি নিজেও৷ ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে সকলকে থাকতে বলেন তাঁর গানের সঙ্গে৷ বলেন, ‘‘শীঘ্রই তাহলে দেখা হচ্ছে৷’’
উদ্বেলিত দর্শক শ্রোতার সামনে উদাত্ত গায়ক৷ কলকাতার এই অনু্ঠান ঘিরে রোমাঞ্চিত ছিলেন তিনি নিজেও৷ ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে সকলকে থাকতে বলেন তাঁর গানের সঙ্গে৷ বলেন, ‘‘শীঘ্রই তাহলে দেখা হচ্ছে৷’’
advertisement
3/6
বুধবারও একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর৷ কিন্তু তাঁর আকস্মিক প্রয়াণ সব স্তব্ধ করে দিল৷ ভক্তদের সুরের স্রোতে ভাসিয়ে শিল্পী নিজেই পাড়ি দিলেন সুরলোকে৷
বুধবারও একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর৷ কিন্তু তাঁর আকস্মিক প্রয়াণ সব স্তব্ধ করে দিল৷ ভক্তদের সুরের স্রোতে ভাসিয়ে শিল্পী নিজেই পাড়ি দিলেন সুরলোকে৷
advertisement
4/6
কলকতার উড়ান ধরার আগে মুম্বই বিমানবন্দরে নিজস্বী তুলেছিলেন শিল্পী৷ তখন আর কে জানত সব কিছু থেমে যাবে হঠাৎই৷ তাঁর ফেসবুক পেজে এটাই শেষ পোস্ট করা নিজস্বী৷
কলকতার উড়ান ধরার আগে মুম্বই বিমানবন্দরে নিজস্বী তুলেছিলেন শিল্পী৷ তখন আর কে জানত সব কিছু থেমে যাবে হঠাৎই৷ তাঁর ফেসবুক পেজে এটাই শেষ পোস্ট করা নিজস্বী৷
advertisement
5/6
কিছু দিন আগেই পুণেতে ছিল শিল্পীর অনুষ্ঠান৷ অসংখ্য অনুরাগীর আব্দার মেটাতে শিল্পীর হাতেই সেলফি স্টিক৷
কিছু দিন আগেই পুণেতে ছিল শিল্পীর অনুষ্ঠান৷ অসংখ্য অনুরাগীর আব্দার মেটাতে শিল্পীর হাতেই সেলফি স্টিক৷
advertisement
6/6
তাঁর গানের সঙ্গে গলা মেলাতে উদ্বেল শ্রোতারা ৷ তাঁদের দিকেই বাড়িয়ে দিয়েছেন মাইক্রোফোন৷ শিল্পীর সঙ্গীতের সঙ্গে মিলেমিশে একাকার অনুরাগীদের ভালবাসা৷
তাঁর গানের সঙ্গে গলা মেলাতে উদ্বেল শ্রোতারা ৷ তাঁদের দিকেই বাড়িয়ে দিয়েছেন মাইক্রোফোন৷ শিল্পীর সঙ্গীতের সঙ্গে মিলেমিশে একাকার অনুরাগীদের ভালবাসা৷
advertisement
advertisement
advertisement