কলকাতা : জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর বিরুদ্ধে জনরোষ এতটাই, যে উড়ে আসছে খুনের হুমকিও! সংবাদমাধ্যমে জানিয়েছেন রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালি৷ তাঁরা পুলিশের শরণাপন্ন হয়েছেন৷ চেয়েছেন সাহায্য৷
নেটিজেনদের আক্রমণে উঠে আসছে রূপঙ্করের বিগত বিতর্কও৷ যে সময়ে সেগুলি হয়েছিল, তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া এত তীব্র ছিল না৷ কিন্তু এই পরিস্থিতিতে রূপঙ্করের সেই অতীতের কার্যকলাপগুলি দেখা দিয়েছে ভয়ঙ্কর রূপে৷ নেটিজেনরা পিছিয়ে গিয়েছেন বেশ কয়েক বছর৷ সমাজ মাধ্যমে উল্লেখ করেছেন কোনও এক সময়ে বেসরকারি চ্যানেলের সকালের গানের অনুষ্ঠানে এক শ্রোতাকে মরে যেতে বলেছিলেন রূপঙ্কর৷ স্যান্ডি সাহা আবার শেয়ার করেছেন পুরনো ভিডিও ক্লিপিং৷ সেখানে দেখা যাচ্ছে রূপঙ্কর গাইছেন তাঁর অতি পরিচিত বিজ্ঞাপনী জিঙ্গল৷ রূপঙ্করের কথা ধার করে স্যা্ডির বক্রোক্তি, তিনিও চান রূপঙ্করের গান শুনে উত্তেজনা আনতে৷ কিন্তু পারেন না ওই কেক পেস্ট্রি বিক্রয়কারী সংস্থার জিঙ্গল শুনে৷ শুধু স্যান্ডিই নন৷ অনেক নেটিজেনই শেয়ার করেছেন ওই ক্লিপ যেখানে জলসার মঞ্চে দাঁড়িয়ে রূপঙ্কর গাইছেন জিঙ্গলটি৷
কেউ কেউ তার মধ্যেই বলতে চেয়েছেন যে রূপঙ্কর ব্যক্তিগত আক্রোশ থেকে ফেসবুর লাইভে কেকে-এর উদ্দেশে এই কথাগুলো বলেননি৷ ‘কেকে’ নাম আসলে প্রতীকী৷ কিন্তু তাঁদের বক্তব্যও কার্যত উড়ে গিয়েছে বৃহত্তর অংশের তোপের মুখে৷
আরও পড়ুন : হোটেল না হাসপাতাল, অনুষ্ঠান শেষে কোথায় যেতে চান কেকে? জানালেন তাঁর ম্যানেজার
ট্রোলাররা সামাজিক মাধ্যমে শেয়ার করেছে রিয়্যালিটি শো-এর একটি ক্লিপিংও৷ সেখানে এক তরুণের গান শোনার পর কিছুটা পরিহাসের সুরেই তাঁকে রূপঙ্কর বলছেন কলকাতায় না থেকে বম্বে চলে যেতে! শিল্পীর আচরণ, কথার পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রূপঙ্করের গান এবং তাঁর উচ্চারণের ধরনকেও৷ নেটিজেনরা কটাক্ষ করেছেন শিল্পীর ‘ও আমার বৌদিমণির কাগজওয়ালা’ এবং ‘ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাব’-এর মতো গানের কথাকেও৷ তাঁদের কথায় কেকে-এর গানের কাছে রূপঙ্করের এ সব গান কার্যত কিছুই নয়! নেটিজেনদের মত, শিল্পীর উচ্চারণও অত্যন্ত ত্রুটিপূর্ণ৷ কারওর অভিযোগ, কোনও অনুষ্ঠানে সব সময় আগে মঞ্চে উঠতে চান রূপঙ্কর৷ অন্য শিল্পীদের প্রতিও নাকি তিনি অসহিষ্ণু৷ অভিযোগ নেটিজেনদের৷
আরও পড়ুন : ‘ব্যক্তিগত আক্রোশ থেকে নয়’, কেকে প্রসঙ্গে রূপঙ্করের পাশে দাঁড়ালেন দ্রোণ
আরও পড়ুন : সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে
কেকে-এর গানকে সোমবারই ফেসবুক লাইভে কড়া ভাষায় আক্রমণ করেন রূপঙ্কর৷ মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে৷ এর পরই রূপঙ্করের বিরুদ্ধে ক্রমশই শানিত হচ্ছে নেটিজেনদের আক্রমণ৷ বয়ে চলেছে কুকথা ও কটূক্তির বন্যা৷ বুধবার সন্ধ্যায় রূপঙ্করের প্রোফাইল বিতর্কিত লাইভ আর খুঁজে পাওয়া যায়নি৷ তবে সেটা মুছেও রেহাই নেই ৷ শিল্পীর অন্যান্য পোস্ট ও তাঁর ছবির নীচেও চলছে আক্রমণ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।