KK’s manager : হোটেল না হাসপাতাল, অনুষ্ঠান শেষে কোথায় যেতে চেয়েছিলেন কেকে? জানালেন তাঁর ম্যানেজার

Last Updated:

KK’s manager : ‘উৎকর্ষ ২০২২’-এর আগে সকালে কেমন ছিলেন কেকে? জানিয়েছেন ওই সময়পর্বে যিনি শিল্পীর সবথেকে কাছে ছিলেন, কেকে-এর ম্যানেজার রীতেশ ভাট৷

রীতেশ জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে দিব্যি সুস্থ ও স্বাভাবিক ছিলেন শিল্পী
রীতেশ জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে দিব্যি সুস্থ ও স্বাভাবিক ছিলেন শিল্পী
কলকাতা : গান গাইতে গাইতে কেকে-এর আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা৷ সামাজিক মাধ্যমে দোষারোপের আঙুল উঠেছে উদ্যোক্তাদের দিকে৷ অভিযোগ করা হয়েছে অনুষ্ঠানের জায়গায় সুবন্দোবস্ত ছিল না৷ কিন্তু নজরুল মঞ্চে গুরুদাস কলেজের বার্ষিক অনুষ্ঠান ‘উৎকর্ষ ২০২২’-এর আগে সকালে কেমন ছিলেন কেকে? জানিয়েছেন ওই সময়পর্বে যিনি শিল্পীর সবথেকে কাছে ছিলেন, কেকে-এর ম্যানেজার রীতেশ ভাট৷
রীতেশ জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে দিব্যি সুস্থ ও স্বাভাবিক ছিলেন শিল্পী৷ কোনওরকম অসুস্থতা বা অস্বস্তির উপসর্গ তাঁর মধ্যে দেখা যায়নি৷ শুধু তাই নয়৷ নিয়মশৃঙ্খলাবদ্ধ কেকে-এর এর আগেও অসুস্থতার রেকর্ড ছিল না বলেই জানিয়েছেন রীতেশ৷ তবে সেদিন অনুষ্ঠান করতে করতেই কেকে জানান মৃদু অস্বস্তির কথা৷ রীতেশ জানান অস্বস্তি হলেও মোহিত বলেন তিনি অনুষ্ঠান সম্পূর্ণ করবেন৷
advertisement
অনুষ্ঠান শেষ হতে কেকে বলেন তাঁকে হোটেলে নিয়ে যেতে৷ তখনও তাঁকে রীতেশ জিজ্ঞাসা করেন, হোটেল নাকি হাসপাতাল? কোথায় যাবেন তিনি? উত্তরে তারকা গায়ক তাঁর ম্যানেজারকে বলেন হাসপাতাল নয়, তিনি হোটেলেই যাবেন৷ তাঁর কথামতো পাঁচতারা হোটেলেই নিয়ে যাওয়া হয় শিল্পীকে৷ সেখানে গিয়ে অস্বস্তি বেড়ে যায় অনেকটাই৷ ছবি তোলার জন্য ভিড় করে থাকা অনুরাগীদের নিরাশ করেন শিল্পী৷ এর পর অস্বস্তি ক্রমেই বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তত ক্ষণে তিনি বিদায় নিয়েছেন জীবনের মঞ্চ ছেড়েই৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : চলে গেলেন কে কে, রেখে গেলেন অবিস্মরণীয় গান, তাঁর অন্য়তম সেরা ১০ গানের তালিকা
অনুষ্ঠান চলাকালীন কেকে-এর যে অস্বস্তি হচ্ছিল সে কথা বলেছেন অনেকেই৷ ঘামে তাঁর জামা ভিজে গিয়েছিল৷ ভ্যাপসা গরমে তাঁর গাইতে কষ্ট হচ্ছিল৷ বার বার তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছিলেন৷ সঙ্গে ছিল স্যালাইন ওয়াটার৷ তাও পান করেছেন৷ এক সময় নিজেই মঞ্চের পিছনে থাকা জোরালো আলো নিভিয়ে দিতে বলেন৷
advertisement
আরও পড়ুন : কেকে পাড়ি দিলেন সুরলোকে, তাঁর ফেসবুকের সদ্য ছবিরা এখন স্মৃতির ঝাঁপি
তবে ঘর্মাক্ত শরীরে যত কষ্ট, যত অস্বস্তিই হোক না কেন, তার কোনও প্রভাব পড়েনি কেকে-এর পারফর্ম্যান্সে৷ মঞ্চে তিনি ছিলেন তাঁর মতোই প্রাণবন্ত৷ তাঁর গানের সুরে উদ্বেল করে তোলেন ভালবাসার প্রতি ‘পল’৷ তিনিই বলে গিয়েছেন বার বার, আগামিকাল তিনি না থাকলেও রয়ে যাবে মুহূর্তগুলি৷ রয়ে গেল মুহূর্তরা৷ মাইক্রোফোন হাতেই ‘অলবিদা’ জানিয়ে জীবনের মঞ্চ, গানের মঞ্চ থেকে চিরতরে নেমে গেলেন কৃষ্ণকুমার কুন্নথ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK’s manager : হোটেল না হাসপাতাল, অনুষ্ঠান শেষে কোথায় যেতে চেয়েছিলেন কেকে? জানালেন তাঁর ম্যানেজার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement