KK’s manager : হোটেল না হাসপাতাল, অনুষ্ঠান শেষে কোথায় যেতে চেয়েছিলেন কেকে? জানালেন তাঁর ম্যানেজার

Last Updated:

KK’s manager : ‘উৎকর্ষ ২০২২’-এর আগে সকালে কেমন ছিলেন কেকে? জানিয়েছেন ওই সময়পর্বে যিনি শিল্পীর সবথেকে কাছে ছিলেন, কেকে-এর ম্যানেজার রীতেশ ভাট৷

রীতেশ জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে দিব্যি সুস্থ ও স্বাভাবিক ছিলেন শিল্পী
রীতেশ জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে দিব্যি সুস্থ ও স্বাভাবিক ছিলেন শিল্পী
কলকাতা : গান গাইতে গাইতে কেকে-এর আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা৷ সামাজিক মাধ্যমে দোষারোপের আঙুল উঠেছে উদ্যোক্তাদের দিকে৷ অভিযোগ করা হয়েছে অনুষ্ঠানের জায়গায় সুবন্দোবস্ত ছিল না৷ কিন্তু নজরুল মঞ্চে গুরুদাস কলেজের বার্ষিক অনুষ্ঠান ‘উৎকর্ষ ২০২২’-এর আগে সকালে কেমন ছিলেন কেকে? জানিয়েছেন ওই সময়পর্বে যিনি শিল্পীর সবথেকে কাছে ছিলেন, কেকে-এর ম্যানেজার রীতেশ ভাট৷
রীতেশ জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে দিব্যি সুস্থ ও স্বাভাবিক ছিলেন শিল্পী৷ কোনওরকম অসুস্থতা বা অস্বস্তির উপসর্গ তাঁর মধ্যে দেখা যায়নি৷ শুধু তাই নয়৷ নিয়মশৃঙ্খলাবদ্ধ কেকে-এর এর আগেও অসুস্থতার রেকর্ড ছিল না বলেই জানিয়েছেন রীতেশ৷ তবে সেদিন অনুষ্ঠান করতে করতেই কেকে জানান মৃদু অস্বস্তির কথা৷ রীতেশ জানান অস্বস্তি হলেও মোহিত বলেন তিনি অনুষ্ঠান সম্পূর্ণ করবেন৷
advertisement
অনুষ্ঠান শেষ হতে কেকে বলেন তাঁকে হোটেলে নিয়ে যেতে৷ তখনও তাঁকে রীতেশ জিজ্ঞাসা করেন, হোটেল নাকি হাসপাতাল? কোথায় যাবেন তিনি? উত্তরে তারকা গায়ক তাঁর ম্যানেজারকে বলেন হাসপাতাল নয়, তিনি হোটেলেই যাবেন৷ তাঁর কথামতো পাঁচতারা হোটেলেই নিয়ে যাওয়া হয় শিল্পীকে৷ সেখানে গিয়ে অস্বস্তি বেড়ে যায় অনেকটাই৷ ছবি তোলার জন্য ভিড় করে থাকা অনুরাগীদের নিরাশ করেন শিল্পী৷ এর পর অস্বস্তি ক্রমেই বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তত ক্ষণে তিনি বিদায় নিয়েছেন জীবনের মঞ্চ ছেড়েই৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : চলে গেলেন কে কে, রেখে গেলেন অবিস্মরণীয় গান, তাঁর অন্য়তম সেরা ১০ গানের তালিকা
অনুষ্ঠান চলাকালীন কেকে-এর যে অস্বস্তি হচ্ছিল সে কথা বলেছেন অনেকেই৷ ঘামে তাঁর জামা ভিজে গিয়েছিল৷ ভ্যাপসা গরমে তাঁর গাইতে কষ্ট হচ্ছিল৷ বার বার তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছিলেন৷ সঙ্গে ছিল স্যালাইন ওয়াটার৷ তাও পান করেছেন৷ এক সময় নিজেই মঞ্চের পিছনে থাকা জোরালো আলো নিভিয়ে দিতে বলেন৷
advertisement
আরও পড়ুন : কেকে পাড়ি দিলেন সুরলোকে, তাঁর ফেসবুকের সদ্য ছবিরা এখন স্মৃতির ঝাঁপি
তবে ঘর্মাক্ত শরীরে যত কষ্ট, যত অস্বস্তিই হোক না কেন, তার কোনও প্রভাব পড়েনি কেকে-এর পারফর্ম্যান্সে৷ মঞ্চে তিনি ছিলেন তাঁর মতোই প্রাণবন্ত৷ তাঁর গানের সুরে উদ্বেল করে তোলেন ভালবাসার প্রতি ‘পল’৷ তিনিই বলে গিয়েছেন বার বার, আগামিকাল তিনি না থাকলেও রয়ে যাবে মুহূর্তগুলি৷ রয়ে গেল মুহূর্তরা৷ মাইক্রোফোন হাতেই ‘অলবিদা’ জানিয়ে জীবনের মঞ্চ, গানের মঞ্চ থেকে চিরতরে নেমে গেলেন কৃষ্ণকুমার কুন্নথ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK’s manager : হোটেল না হাসপাতাল, অনুষ্ঠান শেষে কোথায় যেতে চেয়েছিলেন কেকে? জানালেন তাঁর ম্যানেজার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement