KK's famous songs: চলে গেলেন কে কে, রেখে গেলেন অবিস্মরণীয় গান, রইল তাঁর অন্য়তম সেরা ১০ গানের তালিকা

Last Updated:

KK's famous songs: সারা দেশ আজও মনে রেখেছে তাঁর প্রথম অ্যালবাম পল (Pal)। সেটা ১৯৯৯ সালের কথা।

রয়ে গেল তাঁর অনবদ্য গানগুলি
রয়ে গেল তাঁর অনবদ্য গানগুলি
গান গাইতে গাইতেই প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কে কে (KK)।  ৫৩ বছর বয়সি গায়ক কলকাতা এসেছিলেন বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গাইতে। মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানেই অসুস্থতা অনুভব করেন গায়ক। হোটেল থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ফেরানো যায়নি। পথেই মৃত্যু হয় কৃষ্ণনাথ কুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। রয়ে গেল তাঁর অনবদ্য গানগুলি।
সারা দেশ আজও মনে রেখেছে তাঁর প্রথম অ্যালবাম পল (Pal)। সেটা ১৯৯৯ সালের কথা। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়ককে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডে(Bollywood) নিজের জায়গা পাকা করে ফেলেন কেকে। তড়প তড়প (Tadap Tadap) হোক বা আঁখো মে তেরি (Aankhon Mein Teri)-আজও হৃদয় দোলায় সেই অনুভব।
আজকের দিনে বড় বেশি করে মনে পড়ে কে কে এই সব রোমান্টিক গান। ফিরে যাওয়া যাক—
advertisement
advertisement
১. পেয়ার কে পল—অ্যালবাম পল
২. তু আশিকী হ্যায়—অ্যালবাম ঝঙ্কার বিটস
৩. কেয়া মুঝে পেয়ার হ্যায়—উও লমহে
৪. ইয়ারো—অ্যালবাম পল
৫. তড়প তড়প কে ইস দিল—ছবি হাম দিল দে চুকে সনম
৬. আঁখো মে তেরি—ছবি ওম শান্তি ওম
advertisement
৭. আলবিদা—ছবি লাইফ ইন ও মেট্রো
৮. তু যো মিলা—ছবি বজরঙ্গী ভাইজান
বাংলা ছবির জন্যও গান গেয়েছেন কে কে। তার মধ্যে অন্যতম কয়েকটি গান—
১. অ্যায় খুদা—ছবি পাসওয়ার্ড
২. আকাশের নীলে মেঘে ঢাকা তারা—ছবি ফান্দে পড়িয়া বগা কান্দে
advertisement
আরও পড়ুন : ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা
বুধবার গায়কের পরিবারের লোকজন এসে পৌঁছেছেন কলকাতায়। তাঁরা শেষ বারের মতো নিয়ে যাবেন গায়ককে। কলকাতার বুকে থেকে গেল কে কে-র শেষ গান। শেষ সুর ভেসে বেড়াবে এই প্রাচীন শহরের অলিতে গলিতে হয়তো।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK's famous songs: চলে গেলেন কে কে, রেখে গেলেন অবিস্মরণীয় গান, রইল তাঁর অন্য়তম সেরা ১০ গানের তালিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement