TRENDING:

Ralia Wedding: নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, সামাজিক মাধ্যমে ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!

Last Updated:

Ralia Wedding: সূত্রের খবর, মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের পারিবারিক বাড়ি আর কে হাউসে বিয়ে করছেন রালিয়া৷ ১৭ তারিখ ঘরোয়া অনুষ্ঠানের ওই বিয়েতে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের পরিচিতরাই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অনুরাগীদের কাছে অনেক দিনই তাঁরা ‘রালিয়া’৷ শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কপূর এবং আলিয়া ভাট৷ রণবীর সামাজিক মাধ্যমে নেই৷ তবে আলিয়া তাঁদের অন্তরঙ্গ ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে৷
Ralia Wedding:
Ralia Wedding:
advertisement

সূত্রের খবর, মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের পারিবারিক বাড়ি আর কে হাউসে বিয়ে করছেন রালিয়া৷ ১৭ তারিখ ঘরোয়া অনুষ্ঠানের ওই বিয়েতে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের পরিচিতরাই৷ এই আর কে হাউসে-ই ১৯৮০ সালে বিয়ে করেছিলেন ঋষি কপূর এবং নীতু সিং৷ রালিয়ার বিয়ের আমন্ত্রণপত্র হিসেবে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অনুরাগীরা৷

আরও পড়ুন : বয়সের সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? এই সমস্যা থেকে মহিলাদের মুক্তি সম্ভব?

advertisement

ভাইরাল সেই আমন্ত্রণপত্রে লেখা আছে ‘চিরদিনের জন্য পথ চলা শুরু৷ দিনটি মনে রাখুন৷’ এর পর আরও অনেকেই এর প্রেক্ষিতে পাল্টা পোস্ট করেছেন৷ তবে যে নিমন্ত্রণপত্র নিয়ে এত জলঘোলা, সেটি আদতে এই জামাকাপড়ের ব্র্যান্ডের৷ অন্যদিকে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এ বার সত্যিই ছাদনাতলা অবধি পৌঁছচ্ছে তাঁদের প্রেম৷ যদিও দুই পরিবারের তরফে কোনও সিলমোহর পড়েনি এই দাবিতে৷

advertisement

আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সহজেই

আরও পড়ুন : গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কিন্তু গুঞ্জন থামছেই না৷ ইন্ডাস্ট্রির গুঞ্জন, রণবীরের ঘনিষ্ঠ বন্ধু আদিত্য রয় কপূর, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কপূর আমন্ত্রিত থাকবেন ব্যাচেলর্স পার্টিতে৷ যদিও কপূর পরিবারের ইচ্ছে ছিল এপ্রিলের শেষ বিয়ে হোক৷ কিন্তু আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার জন্য বিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হয়ে যাবে৷ আলিয়ার দাদু এন রাজদান আলিয়ার বিয়ে দেখে যেত চান, তাই তাঁর পরিবার আর দেরি করতে চায় না বিয়েতে৷ রণবীরকে নাকি খুবই পছন্দ করেন এবং ভালবাসেন সোনি রাজদানের বাবা, বৃদ্ধ নরেন্দ্রনাথ রাজদান৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ralia Wedding: নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, সামাজিক মাধ্যমে ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল