সূত্রের খবর, মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের পারিবারিক বাড়ি আর কে হাউসে বিয়ে করছেন রালিয়া৷ ১৭ তারিখ ঘরোয়া অনুষ্ঠানের ওই বিয়েতে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের পরিচিতরাই৷ এই আর কে হাউসে-ই ১৯৮০ সালে বিয়ে করেছিলেন ঋষি কপূর এবং নীতু সিং৷ রালিয়ার বিয়ের আমন্ত্রণপত্র হিসেবে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অনুরাগীরা৷
আরও পড়ুন : বয়সের সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? এই সমস্যা থেকে মহিলাদের মুক্তি সম্ভব?
advertisement
ভাইরাল সেই আমন্ত্রণপত্রে লেখা আছে ‘চিরদিনের জন্য পথ চলা শুরু৷ দিনটি মনে রাখুন৷’ এর পর আরও অনেকেই এর প্রেক্ষিতে পাল্টা পোস্ট করেছেন৷ তবে যে নিমন্ত্রণপত্র নিয়ে এত জলঘোলা, সেটি আদতে এই জামাকাপড়ের ব্র্যান্ডের৷ অন্যদিকে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এ বার সত্যিই ছাদনাতলা অবধি পৌঁছচ্ছে তাঁদের প্রেম৷ যদিও দুই পরিবারের তরফে কোনও সিলমোহর পড়েনি এই দাবিতে৷
আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সহজেই
আরও পড়ুন : গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও
কিন্তু গুঞ্জন থামছেই না৷ ইন্ডাস্ট্রির গুঞ্জন, রণবীরের ঘনিষ্ঠ বন্ধু আদিত্য রয় কপূর, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কপূর আমন্ত্রিত থাকবেন ব্যাচেলর্স পার্টিতে৷ যদিও কপূর পরিবারের ইচ্ছে ছিল এপ্রিলের শেষ বিয়ে হোক৷ কিন্তু আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার জন্য বিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হয়ে যাবে৷ আলিয়ার দাদু এন রাজদান আলিয়ার বিয়ে দেখে যেত চান, তাই তাঁর পরিবার আর দেরি করতে চায় না বিয়েতে৷ রণবীরকে নাকি খুবই পছন্দ করেন এবং ভালবাসেন সোনি রাজদানের বাবা, বৃদ্ধ নরেন্দ্রনাথ রাজদান৷