Mithai: গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজের হাতে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও

Last Updated:

Mithai: রংবাহারি সে সব মিষ্টির ছবি শেয়ারও করেছেন সৌমিতৃষা৷ সেখানে হাতের স্পর্শে ফুটে উঠেছে ‘গোলাপ সন্দেশ’৷ আছে মিঠাইয়ের ভালবাসার জন ‘উচ্ছেবাবুর’ কথা মনে রেখে উচ্ছে সন্দেশও৷

Mithai
Mithai
কলকাতা : অভিনয়ের পাশাপাশি ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার অ্যাকসেন্ট বা উচ্চারণভঙ্গিও খুব জনপ্রিয়৷ মিঠাইয়ের মিষ্টির স্বাদ ও জাদুতে দীর্ঘ দিন এই ধারাবাহিক ছিল টিআরপি তালিকার শীর্ষে৷ ধারাবাহিকের নাম যেহেতু ‘মিঠাই’, তাই মিষ্টি তো থাকবেই বিভিন্ন দৃশ্যে৷ সে সবই বাইরে থেকে তৈরি করানো৷ এ বার শ্যুটিঙের জন্য নিজেই মিষ্টি বানালেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু৷
রংবাহারি সে সব মিষ্টির ছবি শেয়ারও করেছেন সৌমিতৃষা৷ সেখানে হাতের স্পর্শে ফুটে উঠেছে ‘গোলাপ সন্দেশ’৷ আছে মিঠাইয়ের ভালবাসার জন ‘উচ্ছেবাবুর’ কথা মনে রেখে উচ্ছে সন্দেশও৷ সে সব মিষ্টির ছবি দিয়ে সৌমিতৃষা লিখেছেন তিনি নিজের হাতে শটের জন্য বানিয়েছেন৷ এটা তাঁর একটা ছোট্ট চেষ্টা৷ একইসঙ্গে অভিনেত্রী উপলব্ধি, মিষ্টি তৈরি অত ‘ইজি’ না৷ জিলিপির প্যাঁচ দেওয়া, মনোহরার পাক, গোলাপজাম, ভালবাসা, উচ্ছেবাবু মিষ্টি তৈরির মধ্যে দিয়ে তিনি বুঝেছেন কত পরিশ্রম লুকিয়ে আছে ‘ময়রা’ শব্দের মধ্যে৷ তাঁদের মতো ময়রারাও শিল্পী, অনুভব মিঠাইয়ের৷ মিষ্টির কারিগরদের প্রণাম জানিয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সামান্য এই দুটি জিনিসে
‘মিঠাই’-এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপালভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা ৷ আপাতত ‘মিঠাই’ পরিচয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছে তার প্রকৃত নাম ৷
advertisement
আরও পড়ুন : কাজের জন্য শ্রীলঙ্কা যেতেই হবে আপনাকে? বিপদ এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি
বারাসতের মেয়ে সৌমিতৃষা সামাজিক মাধ্যমেও খুবই জনপ্রিয় ৷ পর্দার বাইরেও মিঠাই মিষ্টি খেতে ভালবাসেন . এই ধারাবাহিকের জন্য সময় নিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি ৷ ময়রার কাছে শিখতে হয়েছে কীভাবে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করতে হয় ৷ আয়ত্ত করেছেন জিলিপি, মনোহরা-সহ সব মিষ্টি তৈরির প্রণালীও ৷ এ বার সেই শিক্ষাই হাতেকলমে কাজে লাগালেন তিনি৷
advertisement
আরও পড়ুন : চকচকে আপেলেই লুকিয়ে থাকে মারণরোগ, জানেন কি?
মডেলিং করতে করতেই সৌমিতৃষা সুযোগ পেয়েছেন ধারাবাহিকে৷ গর্ব করে বলেন, আজ অবধি কোনও চরিত্রের জন্য তাঁকে অডিশন দিতে হয়নি ৷ অভিনয়ের পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনাও ৷ মিঠাইয়ের হাতে মিষ্টিমুখ না করলে টেলিদর্শকদের সন্ধ্যা এখন কার্যত মাটি ৷ তবে গত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি যুদ্ধে পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক৷ তার পরও অবশ্য দর্শকদের মনের মণিকোঠায় সৌমিতৃষার জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি৷  এই সপ্তাহে আবার ‘গাঁটছড়া’-কে টেক্কা দিয়ে নিজের হারিয়ে ফেলা এক নম্বর স্থানে ফিরে এসেছে ‘মিঠাই’৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজের হাতে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement