Desire of women : বয়স বেড়ে যাওয়ার সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? মহিলাদের এই পরিচিত সমস্যার সমাধানও হাজির

Last Updated:
Desire of women : মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা খুবই পরিচিত৷ সাম্প্রতিক সমীক্ষা বলছে, ভারতে ১৮ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এই সমস্যায় ভুক্তভোগী৷
1/8
বয়স তিরিশ বা চল্লিশের কোঠায় পৌঁছলে মহিলাদের শারীরিক যে সমস্যাগুলি দেখা দেয়, সেগুলির মধ্যে অন্যতম যৌনক্ষুধা কমে যাওয়া৷ হরমোন ভারসাম্যের অভাব, চাকরির উৎকণ্ঠা, সম্পর্কের টানাপড়েন-সহ একাধিক কারণে যৌনক্ষুধা কমে যায়৷
বয়স তিরিশ বা চল্লিশের কোঠায় পৌঁছলে মহিলাদের শারীরিক যে সমস্যাগুলি দেখা দেয়, সেগুলির মধ্যে অন্যতম যৌনক্ষুধা কমে যাওয়া৷ হরমোন ভারসাম্যের অভাব, চাকরির উৎকণ্ঠা, সম্পর্কের টানাপড়েন-সহ একাধিক কারণে যৌনক্ষুধা কমে যায়৷
advertisement
2/8
যৌনক্ষুধা কমে যাওয়ার যে সমস্যা, চিকিৎসার পরিভাষায় তার নাম হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা এইচএসডিডি৷ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা খুবই পরিচিত৷ সাম্প্রতিক সমীক্ষা বলছে, ভারতে ১৮ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এই সমস্যায় ভুক্তভোগী৷
যৌনক্ষুধা কমে যাওয়ার যে সমস্যা, চিকিৎসার পরিভাষায় তার নাম হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা এইচএসডিডি৷ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা খুবই পরিচিত৷ সাম্প্রতিক সমীক্ষা বলছে, ভারতে ১৮ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এই সমস্যায় ভুক্তভোগী৷
advertisement
3/8
শারীরিক ও মানসিক দুরকমের কারণের জন্যই মহিলাদের লো লিবিডো হয়৷ তবে এই সমস্যার চিকিৎসা অসম্ভব নয়৷ টেস্টোটেরন হরমোন নারী পুরুষ উভয় ক্ষেত্রেই যৌনতার জন্য সক্রিয় ভূমিকা পালন করে৷ মহিলাদের কুড়ির মাঝামাঝি বয়স বয়সে এই হরমোন শরীরে সর্বোচ্চ পরিমাণে থাকে৷ তার পর মেনোপজ অবধি ধাপে ধাপে কমতে থাকে৷
শারীরিক ও মানসিক দুরকমের কারণের জন্যই মহিলাদের লো লিবিডো হয়৷ তবে এই সমস্যার চিকিৎসা অসম্ভব নয়৷ টেস্টোটেরন হরমোন নারী পুরুষ উভয় ক্ষেত্রেই যৌনতার জন্য সক্রিয় ভূমিকা পালন করে৷ মহিলাদের কুড়ির মাঝামাঝি বয়স বয়সে এই হরমোন শরীরে সর্বোচ্চ পরিমাণে থাকে৷ তার পর মেনোপজ অবধি ধাপে ধাপে কমতে থাকে৷
advertisement
4/8
কোনও কোনও ওষুধ দীর্ঘ দিন ধরে খেলেও যৌনক্ষুধায় প্রভাব পড়ে৷ শারীরিক ও মানসিক জটিল অসুখের জেরে যৌনক্ষুধা কমে যেতে পারে৷ মহিলাদের এই সমস্যা নিয়ন্ত্রণ করতে ফোর প্লে-এর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে৷ সেক্ষেত্রে তাঁর পুরুষসঙ্গীকে আরও উদ্যোগী হতে হবে৷ রাতে পর্যাপ্ত ঘুমও দরকার যৌনজীবন মসৃণ করতে৷
কোনও কোনও ওষুধ দীর্ঘ দিন ধরে খেলেও যৌনক্ষুধায় প্রভাব পড়ে৷ শারীরিক ও মানসিক জটিল অসুখের জেরে যৌনক্ষুধা কমে যেতে পারে৷ মহিলাদের এই সমস্যা নিয়ন্ত্রণ করতে ফোর প্লে-এর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে৷ সেক্ষেত্রে তাঁর পুরুষসঙ্গীকে আরও উদ্যোগী হতে হবে৷ রাতে পর্যাপ্ত ঘুমও দরকার যৌনজীবন মসৃণ করতে৷
advertisement
5/8
সম্পর্কের টানাপড়েনেও বিঘ্নিত হয় যৌনজীবন৷ সমাধানের জন্য সাহায্য নিতে হবে মনোবিদের৷ যদি কোনও ওষুধের কারণে এই সমস্যা দেখা দেয় তাহলে সেই ওষুধ বন্ধ করে দিতে হবে৷
সম্পর্কের টানাপড়েনেও বিঘ্নিত হয় যৌনজীবন৷ সমাধানের জন্য সাহায্য নিতে হবে মনোবিদের৷ যদি কোনও ওষুধের কারণে এই সমস্যা দেখা দেয় তাহলে সেই ওষুধ বন্ধ করে দিতে হবে৷
advertisement
6/8
শরীরে বাসা বেঁধে থাকা অন্য কোনও অসুখ এর পিছনে দায়ী হলে আগে সেই অসুখের চিকিৎসা করাতে হবে৷ গোপনাঙ্গের শুষ্কতার জন্য ব্যবহার করা যেতে পারে নির্দিষ্ট ক্রিম৷ নিয়মিত শরীরচর্চার জন্যও কিছু সময় বরাদ্দ রাখতে হবে৷
শরীরে বাসা বেঁধে থাকা অন্য কোনও অসুখ এর পিছনে দায়ী হলে আগে সেই অসুখের চিকিৎসা করাতে হবে৷ গোপনাঙ্গের শুষ্কতার জন্য ব্যবহার করা যেতে পারে নির্দিষ্ট ক্রিম৷ নিয়মিত শরীরচর্চার জন্যও কিছু সময় বরাদ্দ রাখতে হবে৷
advertisement
7/8
সমস্যা যা-ই হোক না কেন, একটা কথা মনে রাখা দরকার৷ সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো ব্যক্তি বিশেষে কমবেশি হয়৷ অন্যদের তুলনায় কম লিবিডো থাকা দোষের নয়৷ ক্ষতিকরও কিছু নয়৷ যদি কেউ লিবিডো বাড়াতে চান, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেন৷
সমস্যা যা-ই হোক না কেন, একটা কথা মনে রাখা দরকার৷ সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো ব্যক্তি বিশেষে কমবেশি হয়৷ অন্যদের তুলনায় কম লিবিডো থাকা দোষের নয়৷ ক্ষতিকরও কিছু নয়৷ যদি কেউ লিবিডো বাড়াতে চান, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেন৷
advertisement
8/8
পুষ্টিকর খাওয়াদাওয়া, নিয়মিত শরীরচর্চা, উদ্বেগ থেকে দূরে থাকা, সম্পর্কের রসায়নে পরিবর্তন করা-সহ একাধিক উপায়ে সমস্যামুক্তি ঘটতে পারে৷ তবে সবার আগে পরামর্শ নিতে হবে চিকিৎসকের৷
পুষ্টিকর খাওয়াদাওয়া, নিয়মিত শরীরচর্চা, উদ্বেগ থেকে দূরে থাকা, সম্পর্কের রসায়নে পরিবর্তন করা-সহ একাধিক উপায়ে সমস্যামুক্তি ঘটতে পারে৷ তবে সবার আগে পরামর্শ নিতে হবে চিকিৎসকের৷
advertisement
advertisement
advertisement