প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন থেকে অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার শুটিং চলছে রাঙ্গামাটির জেলা বীরভূমের বোলপুর শহরের বিভিন্ন জায়গায়। সেই সময় নিজের কাজের জন্য যাচ্ছিলেন বোলপুরের সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা। তখনই তাঁকে বাধা দেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা। এমনকি, তাঁকে তুলে সরিয়ে দেয় অরিজিৎয়ের দেহরক্ষীরা বলে অভিযোগ কমলাকান্ত লাহার।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান…! বারাসতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ! কবে থেকে, কোন রুটে চলবে মেট্রো? জানুন
advertisement
এই বিষয়ে কমলাকান্ত লাহা বলেন, “আমি প্রত্যেকদিন এর মতন নিজের কাজে যাচ্ছিলাম৷ ঠিক সেই সময় শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার। রাস্তা আটকে চলছিল শুটিং, আমার খুব তাড়া ছিল৷ নিজের কাজে যাওয়ার জন্য একটু জায়গা চাইলাম, অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা বলেন ৫ মিনিট অপেক্ষা করতে হবে৷ আমি দেহরক্ষীর কথা শুনে অপেক্ষা করতে থাকি, তবে পাঁচ মিনিটের জায়গায় সময়টা আরও বেড়ে যায়। ফের বলেছিলাম তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তখন তাঁরা বলেন অন্ততপক্ষে ৩০ মিনিট দাঁড়াতে হবে। আমার কাজের চাপ ছিল, আমি যেতে গেলেই অরিজিৎ সিং এর দেহরক্ষীরা এসে আমার হাত ধরে পুলিশের গাড়িতে চাপাতে যায়। আমাকে হেনস্থা করে। আর এই টানাটানির সময় আমার হাতের আংটি হারিয়ে যায়। এরপরই আমি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানাই।”
এমন হেনস্থার পরেই কমলাকান্ত লাহা তৎক্ষণাৎ শান্তিনিকেতন থানায় এসে প্রথমে মৌখিক অভিযোগ জানান, পরে অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এই খবর জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক মানের শিল্পী অরিজিৎ সিংয়ের শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাকে হেনস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ বা দেহরক্ষীদের তরফ থেকে কিছু জানা যায়নি।