Metro Rail: অপেক্ষার অবসান...! বারাসতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ! কবে থেকে, কোন রুটে চলবে মেট্রো? জানুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Barasat Metro: বারাসাতে শুরু হচ্ছে মেট্রোরেলের কাজ, কবে থেকে কোন রুটে চলবে? দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে বারাসাত পর্যন্ত মেট্রো রেলের কাজ। প্রথম ধাপে সয়েল টেস্টের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হবে বলে জানা গিয়েছে।
বাবাসত, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শুরু হচ্ছে বারাসাত পর্যন্ত মেট্রোরেলের কাজ! খুশির খবর শোনাল পৌরসভা, অনুমতি দেওয়া হচ্ছে সয়েল টেস্টের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে বারাসাত পর্যন্ত মেট্রো রেলের কাজ। প্রথম ধাপে সয়েল টেস্টের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বারাসাত পৌরসভার কাছে মেট্রো কর্তৃপক্ষ সয়েল টেস্টের অনুমতি চেয়ে ই-মেল পাঠিয়েছে। পৌরপ্রধান অসনী মুখার্জী জানিয়েছেন, দ্রুত মেট্রোরেলের কাছে প্রয়োজনীয় ‘এনওসি’ পাঠিয়ে দেওয়া হবে পৌরসভা তরফে।
সূত্রের খবর, বারাসাত পৌরসভা এলাকায় পাঁচটি স্থানে টোপোগ্রাফিক্যাল সার্ভে ও জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করবে মেট্রো কর্তৃপক্ষ। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘রাইটস’-কে, যারা ইতিমধ্যেই এক দফা পরিদর্শন করেছে এলাকা। বর্তমানে মাইকেল নগর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে।
আরও পড়ুনঃ মানুষের মৃত্যুর পর কী হয়? কোমা থেকে ফিরে এসে ‘এই’ মহিলা বিশ্বকে চমকে এমন গোপন কথা ফাঁস করলেন…! যা আজ পর্যন্ত কেউ জানে না
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন রুটটি গঙ্গানগর কাটাখালের নিচ থেকে মধ্যমগ্রামের স্কাউটের মাঠ, বাদু রোড, ষ্টার মলের পেছন দিক, কেএনসি রোড, কাছারি ময়দান হয়ে কার্ডশেড পর্যন্ত যাবে। প্রসঙ্গত, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত পর্যন্ত মেট্রো আনার ঘোষণা করেছিলেন। কিন্তু জমি জটের কারণে দীর্ঘদিন থমকে ছিল এই প্রকল্প।
advertisement
advertisement
আরও পড়ুনঃ লং উইকেন্ডে লাল কাঁকড়ায় ঢাকা নির্জন সৈকতে ছুটি কাটাতে চান? আদর্শ ঠিকানা বগুড়ান জলপাই, ঘুরে আসুন
বর্তমান সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদারের তৎপরতায় সেই জট কাটতে চলেছে বলে জানিয়েছেন পৌরপ্রধান। অতীতে জমি অধিগ্রহণের আশঙ্কায় বহু বাসিন্দা আন্দোলনে সামিল হয়েছিলেন। তবে এবার মাটির নিচ দিয়ে মেট্রো চলবে বলে সেই আতঙ্ক অনেকটাই কেটেছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, ২০৩০ সালের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু হবে এই রুটে। ইতিমধ্যেই বারাসাত জুড়ে মেট্রো প্রকল্পের কাজ শুরুর খবরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2025 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Metro Rail: অপেক্ষার অবসান...! বারাসতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ! কবে থেকে, কোন রুটে চলবে মেট্রো? জানুন









