Weekend Trip: লং উইকেন্ডে লাল কাঁকড়ায় ঢাকা নির্জন সৈকতে ছুটি কাটাতে চান? আদর্শ ঠিকানা বগুড়ান জলপাই, ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: শহুরে কোলাহল জনজীবন থেকে দূরে গ্রামের কোলে এই সমুদ্র সৈকত। ফলে নেই মানুষের চেনা ভিড়। দেখা মেলে না মানুষজনের। উপকূলবর্তী জেলেপাড়ার লোকজনের মাছ ধরতে যাওয়া আসা ছাড়া সমুদ্র সৈকতে মানুষের দেখা পাওয়া ভার।
1/7
*সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই প্রথমেই আসে দিঘা বা মন্দারমনির নাম। দিঘা মন্দারমনি বারবার যাওয়ার কারণে একঘেঁয়েমি লাগে। নতুন কোনও সমুদ্র সৈকতের জন্য মন উচাটন! তাহলে আর চিন্তা নেই। পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকত মন ভাল করার আদর্শ জায়গা। এই সমুদ্র সৈকতের নাম বগুড়ান জালপাই।
*সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই প্রথমেই আসে দিঘা বা মন্দারমনির নাম। দিঘা মন্দারমনি বারবার যাওয়ার কারণে একঘেঁয়েমি লাগে। নতুন কোনও সমুদ্র সৈকতের জন্য মন উচাটন! তাহলে আর চিন্তা নেই। পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকত মন ভাল করার আদর্শ জায়গা। এই সমুদ্র সৈকতের নাম বগুড়ান জালপাই।
advertisement
2/7
*এই সমুদ্র সৈকত মানুষের কাছে ততটা পরিচিত নয়। তাই এই সমুদ্র সৈকত মেলে ধরেছে অপরূপ প্রাকৃতিক রূপ সৌন্দর্য। বালিয়াড়ি জুড়ে অসংখ্য লাল কাঁকড়ার দল ও ঝিনুক খেলা করে নিভৃতে। নিরালা শান্ত সমুদ্র সৈকতে নির্জনে ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন সময় গড়িয়ে যায় টের পাওয়া যায় না।
*এই সমুদ্র সৈকত মানুষের কাছে ততটা পরিচিত নয়। তাই এই সমুদ্র সৈকত মেলে ধরেছে অপরূপ প্রাকৃতিক রূপ সৌন্দর্য। বালিয়াড়ি জুড়ে অসংখ্য লাল কাঁকড়ার দল ও ঝিনুক খেলা করে নিভৃতে। নিরালা শান্ত সমুদ্র সৈকতে নির্জনে ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন সময় গড়িয়ে যায় টের পাওয়া যায় না।
advertisement
3/7
*দিঘা বা মন্দারমণি বারবার যাওয়ার কারণে একঘেয়েমি লাগে। তাই এবার স্বাধীনতা দিবসের ছুটিতে দিঘা বা মন্দারমণি নয়, আসুন সমুদ্র সৈকতে। বগুড়ান জলপাই নামটা হয়তো অনেকের কাছে এখনও অচেনা। পূর্ব মেদিনীপুর তথা পশ্চিম বাংলা পর্যটক মানচিত্রে নতুনতম সংযোজন।
*দিঘা বা মন্দারমণি বারবার যাওয়ার কারণে একঘেয়েমি লাগে। তাই এবার স্বাধীনতা দিবসের ছুটিতে দিঘা বা মন্দারমণি নয়, আসুন সমুদ্র সৈকতে। বগুড়ান জলপাই নামটা হয়তো অনেকের কাছে এখনও অচেনা। পূর্ব মেদিনীপুর তথা পশ্চিম বাংলা পর্যটক মানচিত্রে নতুনতম সংযোজন।
advertisement
4/7
*কাঁথি শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে বাগুড়ান জলপাই। কাঁথি থেকে জুনপুট সড়ক হয়ে পৌঁছান যায় আধ ঘণ্টায়। এই বিচের দৈর্ঘ্য খুব বিস্তীর্ণ নয়, কিছুটা যেন খাঁড়ির মতো হয়ে সমুদ্র ঢুকে এসেছে ভিতর দিকে। তবে ঝোড়ো শব্দের মাতন লাগা ঘন ঝাউবন। আছে দিগন্ত ছুঁয়ে ঢেউয়ের মাথায় নাচতে নাচতে এগিয়ে চলা মাছ ধরার ট্রলার আর ডিঙির সারি। আর আছে জনমানব শূন্য নির্জনতা। সেই নির্জনতার টানেই পর্যটক এখানে আসেন ছুটি কাটাতে, আর আসেন ছবি শিকারির দল।
*কাঁথি শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে বাগুড়ান জলপাই। কাঁথি থেকে জুনপুট সড়ক হয়ে পৌঁছান যায় আধ ঘণ্টায়। এই বিচের দৈর্ঘ্য খুব বিস্তীর্ণ নয়, কিছুটা যেন খাঁড়ির মতো হয়ে সমুদ্র ঢুকে এসেছে ভিতর দিকে। তবে ঝোড়ো শব্দের মাতন লাগা ঘন ঝাউবন। আছে দিগন্ত ছুঁয়ে ঢেউয়ের মাথায় নাচতে নাচতে এগিয়ে চলা মাছ ধরার ট্রলার আর ডিঙির সারি। আর আছে জনমানব শূন্য নির্জনতা। সেই নির্জনতার টানেই পর্যটক এখানে আসেন ছুটি কাটাতে, আর আসেন ছবি শিকারির দল।
advertisement
5/7
*মন্দারমণি, জুনপুটের মতোই ঢালু তটভূমি। অনেকটা জলের ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় সমুদ্রের ভিতরে। এখানে সমুদ্রের ঢেউ খুব উত্তাল নয়, তবে জোয়ারের সময় তার তেজ আর গর্জন দুইই বাড়ে। মানুষের আনাগোনা কম হওয়ায় অসংখ্য লাল কাঁকড়া। তারা গর্তের ধারে শুড় উঁচিয়ে বসে থাকে, একটু কাছে এগুলোই গর্তের মধ্যে ঢুকে যায়। জোয়ারের সময় জল এগিয়ে আসে অনেকটাই, প্রায় ঝাউবনের কাছাকাছি। ভাটার সময় আবার গড়িয়ে যায় পিছনে। এইভাবে খেলা চলে নিরন্ত্র এক নির্জন প্রান্তরে। সূর্য ওঠে, আবার অস্ত যায়। গোধূলির আলোতে এই সমুদ্র সৈকত হয়ে ওঠে আরও মায়াবী। সেই মায়ার টান উপেক্ষা করার ক্ষমতা নেই পর্যটকের।
*মন্দারমণি, জুনপুটের মতোই ঢালু তটভূমি। অনেকটা জলের ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় সমুদ্রের ভিতরে। এখানে সমুদ্রের ঢেউ খুব উত্তাল নয়, তবে জোয়ারের সময় তার তেজ আর গর্জন দুইই বাড়ে। মানুষের আনাগোনা কম হওয়ায় অসংখ্য লাল কাঁকড়া। তারা গর্তের ধারে শুড় উঁচিয়ে বসে থাকে, একটু কাছে এগুলোই গর্তের মধ্যে ঢুকে যায়। জোয়ারের সময় জল এগিয়ে আসে অনেকটাই, প্রায় ঝাউবনের কাছাকাছি। ভাটার সময় আবার গড়িয়ে যায় পিছনে। এইভাবে খেলা চলে নিরন্ত্র এক নির্জন প্রান্তরে। সূর্য ওঠে, আবার অস্ত যায়। গোধূলির আলোতে এই সমুদ্র সৈকত হয়ে ওঠে আরও মায়াবী। সেই মায়ার টান উপেক্ষা করার ক্ষমতা নেই পর্যটকের।
advertisement
6/7
*সমুদ্র সৈকত এখনও সেভাবে পরিচিতি লাভ না করায়। পর্যটকদের আনাগোনা সংখ্যা খুবই কম। এখানে রাত্রিবাসের জন্যে রয়েছে গুটিকয়েক হোটেল ও রিসর্ট। সমুদ্র সৈকত থেকে ৫০০ মিটার দূরে রয়েছে হোটেল নিরালয়। এদেরই রয়েছে কয়েকটি টেন্ট। নির্জন অন্ধকারে ক্যাম্প ফায়ার করার আদর্শ জায়গা সমুদ্র সৈকত বাগুড়ান জলপাই। হোটেল নিরালয়ে রাত্রিবাসের জন্য পাবেন এসি ও নন এসি রুম এবং টেন্ট। ভাড়া সাধ্যের মধ্যেই। ভাড়া ১৩০০-৩৩০০ টাকা প্রতিদিন। খাওয়ার দাওয়ারের খরচ আলাদা। হোটেল ভাড়া করার জন্য যোগাযোগ ৯৪৩৪০১২২০০। স্বাধীনতা দিবসের ছুটিতে লাল কাঁকড়ার সঙ্গে সময় কাটাতে চলে আসুন বগুড়ান জালপাই।
*সমুদ্র সৈকত এখনও সেভাবে পরিচিতি লাভ না করায়। পর্যটকদের আনাগোনা সংখ্যা খুবই কম। এখানে রাত্রিবাসের জন্যে রয়েছে গুটিকয়েক হোটেল ও রিসর্ট। সমুদ্র সৈকত থেকে ৫০০ মিটার দূরে রয়েছে হোটেল নিরালয়। এদেরই রয়েছে কয়েকটি টেন্ট। নির্জন অন্ধকারে ক্যাম্প ফায়ার করার আদর্শ জায়গা সমুদ্র সৈকত বাগুড়ান জলপাই। হোটেল নিরালয়ে রাত্রিবাসের জন্য পাবেন এসি ও নন এসি রুম এবং টেন্ট। ভাড়া সাধ্যের মধ্যেই। ভাড়া ১৩০০-৩৩০০ টাকা প্রতিদিন। খাওয়ার দাওয়ারের খরচ আলাদা। হোটেল ভাড়া করার জন্য যোগাযোগ ৯৪৩৪০১২২০০। স্বাধীনতা দিবসের ছুটিতে লাল কাঁকড়ার সঙ্গে সময় কাটাতে চলে আসুন বগুড়ান জালপাই।
advertisement
7/7
*সম্প্রতি বগুড়ান জলপাই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া পর্যটক সঞ্জনা নায়ক জানান, 'দিঘা ও মন্দারমণিতে দিন দিন পর্যটকের ভিড় বাড়ছে। উইকেন্ড ও ছুটির দিনে নিরিবিলি সময় কাটানোর পরিস্থিতি নেই দিঘা মন্দারমণিতে। সেই জায়গায় লাল কাঁকড়ার ও নিরিবিলি নির্জন সৈকতে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা বগুড়ান জালপাই।' উইকেন্ড কিংবা ছুটির দিন পর্যটকদের গন্তব্য হোক এই সমুদ্র সৈকত।
*সম্প্রতি বগুড়ান জলপাই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া পর্যটক সঞ্জনা নায়ক জানান, 'দিঘা ও মন্দারমণিতে দিন দিন পর্যটকের ভিড় বাড়ছে। উইকেন্ড ও ছুটির দিনে নিরিবিলি সময় কাটানোর পরিস্থিতি নেই দিঘা মন্দারমণিতে। সেই জায়গায় লাল কাঁকড়ার ও নিরিবিলি নির্জন সৈকতে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা বগুড়ান জালপাই।' উইকেন্ড কিংবা ছুটির দিন পর্যটকদের গন্তব্য হোক এই সমুদ্র সৈকত।"
advertisement
advertisement
advertisement