ঠিক যেন মৎসকন্যা৷ অভিনেত্রীর ছবি দেখে এটাই মনে হচ্ছে নেটিজেনদের৷ ভিডিওতে দেখা যাচ্ছে, চুলে বাঁধা বিনুনি খোলা পিঠ, হল্টার নেক বিকিনি পরে সমুদ্রে অতল গভীরে হেঁটে চলেছেন মনামী৷ ছিমছাম শরীরের ভাঁজে চোখ আটকে নেটিজেনদের৷ ভিডিওতে অভিনেত্রীর মুখ দেখা যায়নি৷ ক্যপশনে লেখা-আমি সমুদ্রে৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
আরও পড়ুন-'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের
আরও পড়ুন-সত্যিই কি প্রেম ভাঙল ঋতাভরীর! চিকিৎসক প্রেমিকের সঙ্গে হঠাৎ কী হল নায়িকার
টলি অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। অভিনেত্রীর প্রোফাইলে ঢুঁ মারলেই কখন পাহাড় আবার কখন নীল জলরাশির গভীরে ঘুরে আসতে পারবেন নিমেষে। ঘুরতে যেতে ভীষণই পছন্দ করেন টলি নায়িকা। কাজের ফাঁকে সময় মিলতেই ফ্রেশ অক্সিজেন নিতে এদিক-ওদিক বেরিয়ে পড়েন তিনি। যত দিন যাচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা।এবারও বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করে শিরোনামে উঠে এসেছেন নায়িকা৷