Yash Dasgupta:'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Yash Dasgupta: হঠাৎ কার জন্য এমন অবস্থা হল যশের, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ যদিও অভিনেতা কারোর নেননি৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছে৷
কলকাতা: টলিপাড়ার টক অফ দ্য টাউন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই আগ্রহী৷ কখন কী হচ্ছে, কে কোথায় যাচ্ছেন প্রতিটা আপডেট জানার জন্য অনুরাগীরা সবসময়েই ব্যস্ত থাকেন৷ তাদের সম্পর্ক নিয়ে এখনও চর্চা তুঙ্গে৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ফের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা৷ যশ নিজের একটি ছবি পোস্ট করতেই শুরু হয়েছে জোর চর্চা৷ ছবির ক্যাপশনে লেখা-'যদি তুমি একা অনুভব করো, তাহলে জেনে রাখ আমি তোমার জন্য অপেক্ষা করছি'৷ হঠাৎ কার জন্য এমন অবস্থা হল যশের তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ যদিও অভিনেতা কারোর নাম নেননি৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছে৷ নুসরতকে নাকি সদ্যোজাত সন্তানকে-কাকে মিস করছেন যশ? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...
যশের এই পোস্টে কেউ কেউ যেমন অভিনেতার প্রশংসা করেছেন, তেমনই নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করেছেন৷ ডেনিম জিন্স, কালো টি-শার্টে অভিনেতার নয়া লুকে মুগ্ধ নেটিজেনরা৷ কেউ লিখেছেন, 'আমরাও আপনার জন্য অপেক্ষা করছি'৷ কার জন্য এমন পোস্ট করেছেন অভিনেতা, তাও জানতে চেয়েছেন ভক্তরা৷ এই মুহূর্তে টলিপাড়ার গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেতা৷ কাজের সূত্রেই এখন মুম্বইতে রয়েছেন অভিনেতা৷ তবে নুসরত রয়েছেন কলকাতাতেই৷ তবে কি কাছের মানুষদের থেকে দূরে যেতেই তাদের জন্য মন খারাপ হয়েছে যশের, তাই কি এই পোস্ট? যদিও এর কোনও উত্তর জানা যায়নি৷ সম্প্রতি শিলাদিত্য ভৌমিকের পরিচালনায় যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির কাজ শেষ করে ফেলেছেন নুসরত জাহান। টলিপাড়ার টক অফ দ্য টাউন-কে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যশ দাশগুপ্তের সঙ্গে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছাড়াও 'শিকার' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে যশ ও নুসরত জাহানকে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 5:50 PM IST