কলকাতা: পাশের বাড়ির ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার অভিনেত্রীর। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা৷ এবার এক বিশেষ কারণে শিরোনামে উঠে এলেন ঋতাভরী চক্রবর্তী৷ টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ঋতাভরীর বিচ্ছেদের খবর৷ চিকিৎসক প্রেমিক তথাগতর সঙ্গে নাকি প্রেম ভেঙেছে ঋতাভরীর৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
টলিপাড়ায় প্রেম ভাঙা কোনও নতুন বিষয় নয়৷ তারকাদের প্রেম যেমন হচ্ছে, তেমনই আকছার ভাঙছেও৷ তেমনই ঋতাভরীর ব্রেক আপ নিয়েও জল্পনা শোনা যাচ্ছে৷ শোনা যাচ্ছে, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়েছে নায়িকার৷ নিজের ভালবাসার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ঋতাভরী৷ এমনকী বিয়ে পর্যন্তও গড়িয়েছিল সম্পর্ক৷ ডাক্তার বন্ধুর গলাতেই মালা দিতে চলেছেন,সেই খবরও জানিয়েছিলেন নায়িকা৷ এবার শোনা যাচ্ছে, সেই সম্পর্কে নাকি ইতি টানতে চলেছেন নায়িকা৷
আরও পড়ুন-এ কোন রূপ মালাইকার! ৫০-এও উপচে পড়ছে গ্ল্যামার, 'বার্বি ডল'-কে দেখে চোখ ফেরানো দায়
আরও পড়ুন-হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...
অভিনেত্রীর লাভ-লাইফ নিয়েও চর্চার শেষ নেই৷ নিজেই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে প্রেমের বার্তাও দিয়েছিলেন নায়িকা৷ ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্লিনিকের উদ্বোধনে গিয়েই আলাপ হয়েছিল ঋতাভরীর৷ শুরু থেকে খুব ভাল বন্ধু ছিলেন তাঁরা৷ ঋতাভরী জানিয়েছিলেন, 'কফি ডেট থেকে ডিনার ডেট এসব কিছুই হয়নি তাদের মধ্যে। তবে যখন ওকে ভাল করে চিনতে শুরু করি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পর আমরা কাছাকাছি আসতে শুরু করি। ধীরে ধীরে অনুভব করি, আমি একে অপরের উপর নির্ভর করতে পারি'। বিয়ে নিয়ে ঋতাভরী বলেছিলেন, 'খুব শীঘ্রই বিয়ে করব আমরা'৷ সময় পেলেই ছুটি কাটাতে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ লিভ-ইনের খবরও শোনা গিয়েছিল তথাগতর সঙ্গে৷ তবে টলিপাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে, সেই সম্পর্ক এবার সমস্যা দানা বাঁধতে শুরু করেছে৷ তথাগতর পরিবার নাকি সম্পর্ক এগোতে চাইছেন না ঋতাভরীর সঙ্গে৷ ঋতাভরীর ইনস্টা প্রোফাইল থেকেও সম্পর্ক ঘোষণার পোস্টটি আর দেখা যাচ্ছে৷ এর পর থেকে সন্দেহ আরও জোড়ালো হয়েছে৷ অন্যদিকে এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির জন্যও তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলে শোনা যাচ্ছে৷ যদিও প্রেম ভাঙার জল্পনায় মুখে কুলুপ এটেছেন ঋতাভরী চক্রবর্তী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ritabhari Chakraborty