Sara Ali Khan: হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...

Last Updated:

Sara Ali Khan: হেমা মালিনীর মতো মেট্রোতে দেখা গেল সারা আলি খানকে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী৷

হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...
হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...
মুম্বই: দিনকয়েক আগেই বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে গাড়ি ছেড়ে মেট্রো, অটোয় দেখা গিয়েছিল৷ যা দেখে সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন৷ সকলের মুখেই একটাই কথা ছিল কেন বিলাসবহুল গাড়ি থাকতে ভিড়ে ঠাসা মেট্রোয় চড়লেন তিনি৷ অভিনেত্রী নিজেও জানিয়েছেন তার সফরের অভিজ্ঞতার কথা৷ এবার হেমা মালিনীর মতো মেট্রোতে দেখা গেল সারা আলি খানকে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী৷
সারা আলি খানের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ হাত নাড়তেও দেখা গেছে সইফ কন্যাকে৷ সাদা রঙের প্রিন্টেড কুর্তিতে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে সারাকে৷ ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন৷ যেখানে লেখা- 'আমি কখনও ভাবিনি তোমাদের আগে মুম্বই মেট্রোতে আমি উঠব৷ তার সঙ্গে মেট্রোর ইমোজি জুড়ে দিয়েছেন '৷ মুম্বই মেট্রোর ছবি দিয়ে অনুরাগ বসু এবং আদিত্য রয় কাপুরকে ট্যাগ করেছেন৷ সারার এই পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
View this post on Instagram

A post shared by ETimes (@etimes)

advertisement
advertisement
২০০৭ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ছবি 'লাইফ ইন আ মেট্রো '৷ বক্সঅফিসে সুপারহিট ছবির সিক্যুয়েল হওয়ার ঘোষণা করেছেন৷ 'লাইফ ইন আ মেট্রোর ' পরবর্তী 'মেট্রো ইন দিনো '-র কাজ শীঘ্রই শুরু করবেন৷ এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে৷ সেই ছবির জন্যই কি মেট্রোতে উঠলেন সারা আলি খান৷ ছবি দেখেই তেমনটা ধরে নিয়েছেন অনুরাগীরা৷ অনেকেই বলেছেন অনুরাগ বসুর ছবির শুটিংয়ের ফাঁকেই ধরা দিয়েছেন তিনি৷ ছবিতে আদিত্য রয় কাপুরকেও দেখা যাবে৷ ২০২২ সালে বড়পর্দায় সারার কোনও ছবি মুক্তি পায়নি৷ তবে এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজও রয়েছে সারা আলি খানের৷ খুব শীঘ্রই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে সারা আলি খান অভিনীত 'গ্যাসলাইট'৷ এছাড়াও সারাকে 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান', 'মেট্রো ইন দিনো' ছবিতেও দেখা যাবে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan: হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement