Sara Ali Khan: হেমা মালিনীর পথেই হাঁটলেন সারা, ট্র্যাফিক এড়াতেই কি উঠলেন মেট্রোতে, নাকি রয়েছে অন্য কোনও কারণ...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan: হেমা মালিনীর মতো মেট্রোতে দেখা গেল সারা আলি খানকে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী৷
মুম্বই: দিনকয়েক আগেই বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে গাড়ি ছেড়ে মেট্রো, অটোয় দেখা গিয়েছিল৷ যা দেখে সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন৷ সকলের মুখেই একটাই কথা ছিল কেন বিলাসবহুল গাড়ি থাকতে ভিড়ে ঠাসা মেট্রোয় চড়লেন তিনি৷ অভিনেত্রী নিজেও জানিয়েছেন তার সফরের অভিজ্ঞতার কথা৷ এবার হেমা মালিনীর মতো মেট্রোতে দেখা গেল সারা আলি খানকে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী৷
সারা আলি খানের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ হাত নাড়তেও দেখা গেছে সইফ কন্যাকে৷ সাদা রঙের প্রিন্টেড কুর্তিতে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে সারাকে৷ ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন৷ যেখানে লেখা- 'আমি কখনও ভাবিনি তোমাদের আগে মুম্বই মেট্রোতে আমি উঠব৷ তার সঙ্গে মেট্রোর ইমোজি জুড়ে দিয়েছেন '৷ মুম্বই মেট্রোর ছবি দিয়ে অনুরাগ বসু এবং আদিত্য রয় কাপুরকে ট্যাগ করেছেন৷ সারার এই পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
advertisement
২০০৭ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ছবি 'লাইফ ইন আ মেট্রো '৷ বক্সঅফিসে সুপারহিট ছবির সিক্যুয়েল হওয়ার ঘোষণা করেছেন৷ 'লাইফ ইন আ মেট্রোর ' পরবর্তী 'মেট্রো ইন দিনো '-র কাজ শীঘ্রই শুরু করবেন৷ এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে৷ সেই ছবির জন্যই কি মেট্রোতে উঠলেন সারা আলি খান৷ ছবি দেখেই তেমনটা ধরে নিয়েছেন অনুরাগীরা৷ অনেকেই বলেছেন অনুরাগ বসুর ছবির শুটিংয়ের ফাঁকেই ধরা দিয়েছেন তিনি৷ ছবিতে আদিত্য রয় কাপুরকেও দেখা যাবে৷ ২০২২ সালে বড়পর্দায় সারার কোনও ছবি মুক্তি পায়নি৷ তবে এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজও রয়েছে সারা আলি খানের৷ খুব শীঘ্রই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে সারা আলি খান অভিনীত 'গ্যাসলাইট'৷ এছাড়াও সারাকে 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান', 'মেট্রো ইন দিনো' ছবিতেও দেখা যাবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 1:50 PM IST