বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কমেন্টে একজন বলেছেন, 'দুর্দান্ত লাগছে আপনাকে'৷ অন্য একজন নেটিজেন লিখেছেন, 'যেন পুরো বার্বি ডল'৷ মালাইকার নয়া ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।