ইন্ড্রাস্ট্রির অগ্রজের জন্য গান তৈরি করলেন অরিজিত। তাঁর সুরে হিন্দি গানটি গেয়েছেন কুমার শানু। তিনি বললেন, "অরিজিৎ সঙ্গীত পরিচালক। আমি গায়ক। খুব সুরেলা একটা গান তৈরি করেছে ও। খুব ভাল ভাবে রেকর্ড হয়েছে।"
অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ কুমার শানু। তাঁর কথায়, "অরিজিতের আরও একটা দিক এটা। খুব ভাল গান কম্পোজ করেছে। খুব ভাল লেগেছে আমার।"
advertisement
আরও পড়ুন: প্রিয়াঙ্কা-কন্যার প্রথম ছবি প্রকাশ্যে! মা না বাবা, কার মতো ঠোঁট পেল মালতী
আরও পড়ুন: হুবহু হলি তারকা! প্রিয়াঙ্কার মতো তাঁর দেহরক্ষীর গুণমুগ্ধও অনেক, রইল অজানা গল্প
আগাগোড়াই শানুর পছন্দের তালিকায় রয়েছেন অরিজিৎ। তাই তাঁর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি শানু। তাঁর কথায়, "অরিজিৎ গান তৈরি করলে তো তা সুরেলাই হবে। ও গান গাওয়ার প্রস্তাবটি দিতেই আমি রাজি হই।"
এক সময়ে বলিউডে একটানা কাজ করেছেন শানু। তাঁর ঝুলিতে অসংখ্য সফল গান। এখনও তিনি কাজ নিয়ে ব্যস্ত।