হুবহু হলি তারকা! প্রিয়াঙ্কার মতো তাঁর দেহরক্ষীর গুণমুগ্ধও অনেক, রইল অজানা গল্প
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গোল্ডিন বহু বছর ধরে জোনাস পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেই সূত্রেই তিনি এখন প্রিয়াঙ্কার দেহরক্ষী। তবে গোল্ডিন এই প্রথমবার নয়, ২০১৮ সালেও ভারতে এসেছিলেন। তখনও নিকের সঙ্গে বিয়ে হয়নি প্রিয়াঙ্কার।
advertisement
advertisement
advertisement
তিনি ক্রাভ মাগায় পারদর্শী। আইকিডো, জুডো, কারাটে, বক্সিং এবং কুস্তির কৌশলের মিশেলে তৈরি হওয়া বিশেষ মার্শাল আর্টে প্রশিক্ষণ প্রাপ্ত গোল্ডিন। গোল্ডিন এর আগে বিশেষ ইউনিটের সঙ্গে জড়িত ছিলেন। যেখানে সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রশিক্ষণ, অপারেশনাল প্ল্যানিং, ব্যক্তিগত সুরক্ষা এবং ম্যান গার্ডিং সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়াও তিনি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবগত।
advertisement
গোল্ডিন বহু বছর ধরে জোনাস পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেই সূত্রেই তিনি এখন প্রিয়াঙ্কার দেহরক্ষী। তবে গোল্ডিন এই প্রথমবার নয়, ২০১৮ সালেও ভারতে এসেছিলেন। তখনও নিকের সঙ্গে বিয়ে হয়নি প্রিয়াঙ্কার। সেই সময়েই ভারতে তাঁর অনুরাগী সংখ্যার বিষয়ে টের পেয়েছিলেন তিনি। সে সম্পর্কে গোল্ডিন নিজে বেশ উত্তেজিত এবং আপ্লুত। তাঁর সঙ্গে রায়ানের মিল যে আলোচ্য বস্তু, তাও তিনি জানেন।
advertisement