প্রিয়াঙ্কা-কন্যার প্রথম ছবি প্রকাশ্যে! মা না বাবা, কার মতো ঠোঁট পেল মালতী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
চলতি বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক-প্রিয়ঙ্কার কন্যা। তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা।
#কলকাতা: ১০ মাসের মাতৃত্ব পেরিয়ে প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা চোপড়া৷ এর আগে একাধিক বার মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন বটে। কিন্তু কখনও হাত, কখনও পা, কখনও বা পিছন থেকে দৃশ্যমান হয়েছিল নিক-প্রিয়ঙ্কার কন্যা মালতী মেরি চোপড়া জোনাস। কিন্তু এবার আরও একটু পর্দা সরল। মুখমণ্ডলের অনেকাংশ দেখতে পেলেন অনুরাগীরা।
ছোট্ট ঠোঁটের আদুরে ছবি দেখে ভালবাসায় ভাসলেন ভক্তরা। চোখ ঢাকা উলের টুপিতে। একটি ছোট্ট হাত দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হল, কার মতো ঠোঁট পেয়েছে মালতী? মা না বাবার মতো? ছবির সঙ্গে 'দেশি গার্ল' লিখেছেন, 'মানে...' তার পরেই ভালবাসার চিহ্ন।
advertisement
advertisement
চলতি বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক-প্রিয়ঙ্কার কন্যা। তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল নিয়ঙ্কার মেয়ে।

advertisement
প্রিয়ঙ্কার শরীর অন্তঃসত্ত্বা হওয়ার অনুকূল থাকলেও বয়স ৪০-এর কোঠায় পৌঁছে যাওয়ায় কিছু সমস্যা হতে পারত। এই ভাবনা থেকেই সারোগেসির সাহায্য নিয়েছিলেন দম্পতি।
সম্প্রতি ভারত থেকে ঘুরে গেলেন প্রিয়াঙ্কা। মেয়েকে নিয়ে ৩ বছর বাদে দেশে এসেছিলেন তিনি। যদিও তখন মেয়ের ছবি প্রকাশ্যে আসেনি। পাপারাৎজিদের থেকে লুকিয়ে রেখেছিলেন একরত্তিকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 10:52 AM IST