TRENDING:

Vicky Kaushal and Katrina Kaif Wedding:গোলাপি শহরের পথে ক্যাটরিনার অঙ্গে হলুদ শরারা, ভিকির পরনে কল্কাদার রেশমি কুর্তা

Last Updated:

Vicky Kaushal and Katrina Kaif Wedding:টছড়া বাঁধতে গোলাপি শহরের পথে উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীদের লেন্সবন্দি হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ৷ সোমবার বিকেলে তারকা জুটির মুখে তখন ঝরে পড়ছে হাসি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : জয়পুরের বাতাসে এখন সানাইয়ের সুর৷ গাঁটছড়া বাঁধতে গোলাপি শহরের পথে উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীদের লেন্সবন্দি হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ৷ সোমবার বিকেলে তারকা জুটির মুখে তখন ঝরে পড়ছে হাসি (Vicky Kaushal and Katrina Kaif Wedding)৷ ক্যাটরিনা (Katrina Kaif) পরেছিলেন এম্ব্রয়ডারি করা হলুদ শরারা৷ তাঁর এই পোশাক ডিজাইন করেছেন অনামিকা খন্না৷ হবু বর ভিকি (Vicky Kaushal) নিজেকে আপাদমস্তক সাজিয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের সৃষ্টিতে৷
advertisement

আরও পড়ুন : বিয়ের আগেই বেকায়দায়? রাজস্থানে ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, কেন জানেন?

ভিকির সেলেব্রিটি স্টাইলিস্ট অমনদীপ কউর জানিয়েছেন, ‘‘ভিকি পরেছিলেন ব্যাঙ্গালোর সিল্কের কুর্তা৷ কুর্তা জুড়ে ছিল যোধপুরী কল্কা প্রিন্ট৷ তাঁর এই পোশাক তৈরি করেছে সব্যসাচী আর্ট ফাউন্ডেশন৷ কুর্তার সঙ্গে ছিল সব্যসাচীর নক্সায় তৈরি ইটালিয়ান উলের ট্রাউজার্স৷’’ ভিকির পোশাকের সঙ্গে অ্যাকসেসরিজও সব সব্যসাচীরই তৈরি করা৷ কল্কাদার কুর্তার সঙ্গে ভিকি পরেছিলেন ‘বেঙ্গল টাইগার ট্রফি বেল্ট’ এবং মাস্টার্ড ট্যান জুতো৷ প্রসঙ্গত তাঁদের শিল্পী মাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বোনের সঙ্গে মিলে ‘সব্যসাচী আর্ট ফাউন্ডেশন’ শুরু করেছিলেন সব্যসাচী৷ অগণিত শিল্পীর সামনে নতুন দিশা ও দরজা খুলে দিয়েছে এই উদ্যোগ৷

advertisement

আরও পড়ুন : মেলেনি নেমন্তন্ন, ক্যাটরিনার বিয়ের সময় মনের দুঃখে দেশ ছাড়ছেন সলমন

চোখ ফেরানো যাচ্ছে না ক্যাটরিা কইফের পোশাক থেকেও৷ শরারার মতো তাঁর কুর্তা ও দুপাট্টাও উজ্জ্বল হলুদ৷ কুর্তার সঙ্গে দুপাট্টা জুড়েও বিস্তৃত অপরূপ সূচিশিল্প৷ হবু কনের পরনে অলঙ্কার যৎসামান্য থাকলেও তাঁর চোখেমুখে বিয়ের ঔজ্জ্বল্য দেখা গিয়েছে বিলক্ষণ৷ জয়পুর যাওয়ার আগের দিনই অর্পিতা মেহতার নক্সায় তৈরি আইভরি রঙা শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি৷ শাড়ির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিল একই ডিজাইনারের তৈরি কড়ি দিয়ে সাজানো ব্লাউজ৷ কানে অনিতা আদজানিয়া শ্রফের তৈরি চাঁদবালী দুল সম্পূর্ণ করেছিল তাঁর সাজ৷

advertisement

আরও পড়ুন : বিয়ের মণ্ডপেও সেই সলমন যোগ, এই কাজের বিষয়ে সলমনের উপর নির্ভর করছেন ক্যাটরিনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শোনা যাচ্ছে, ‘সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা’-য় সঙ্গীত অনুষ্ঠান ৭ ডিসেম্বর৷ পরের দিন হলদি এবং তার পর দিন অর্থাৎ ৯ ডিসেম্বর বিয়ে৷ প্রাচীন রাজস্থানি এই প্রাসাদে ভিক্যাটের বিয়ের সাক্ষী থাকতে উপস্থিত তাঁদের পরিবার পরিজন৷ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে আছেন পরিচালক কবীর খান, অভিনেত্রী মিনি মাথুর, অভিনেত্রী শর্বরী ওয়াঘ এবং রাধিকা মদন-সহ অন্যান্যরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal and Katrina Kaif Wedding:গোলাপি শহরের পথে ক্যাটরিনার অঙ্গে হলুদ শরারা, ভিকির পরনে কল্কাদার রেশমি কুর্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল