আরও পড়ুন : বড় মেয়ে তরুণী, ৬৩ বছর বয়সে দ্বিতীয় স্ত্রীর সপ্তম সন্তানের অপেক্ষায় অভিনেতা
পুরনো বিজ্ঞাপনের সেই একই কথা ও সাজে মুগ্ধ করেছেন অনুরাগীদের৷ ভিডিওটি তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে৷ ভিডিওতে দেখা যাচ্ছে করিশ্মা একটি দোকানে ঢুকছেন৷ তাঁকে দেখে হেসে জিনিসপত্র তুলে দিলেন দোকানদার৷ এর পর অভিনেত্রী দোকানদারের পিছনে লুকিয়ে থাকা একটি চার্জার চাইলেন৷ বিস্মিত দোকানি জানতে চান যে এর আগে তো তিনি বরাবর সাধারণ চার্জার নিতেন৷ কিন্তু এখন থেকে আর নেবেন না৷ এর পর তিনি জানাচ্ছেন কেন এই সিদ্ধান্ত পরিবর্তন, যা জড়িয়ে আছে বিজ্ঞাপনদাতা সংস্থার সঙ্গে৷
advertisement
আরও পড়ুন : আলাপ ম্যাট্রিমনিয়াল সাইটে, কেন অভিষেককে ভাল লেগেছিল সংযু্ক্তার?
আরও পড়ুন : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?
নিরমার প্রথম বিজ্ঞাপনটি জনপ্রিয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিকলিয়া৷ তাঁর কেরিয়ারের শীর্ষ সময়ে ১৯৮৯ সালে এসেছিল বিজ্ঞাপনটি৷ বিজ্ঞাপনের পাঞ্চলাইন ‘মান গ্যয়ে আপকি পরখি নজর’ খুব জনপ্রিয় হয়েছিল৷ এর আগে নীরজ চোপড়া, রাহুল দ্রাবিড়কে নিয়ে ক্রেডের বিজ্ঞাপন সমাজমাধ্যমে চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল৷ এখন এটাই দেখার যে করিশ্মার নিরমা-ম্যাজিক কেমন চলে৷