Alec Baldwin : বড় মেয়ে তরুণী, ৬৩ বছর বয়সে দ্বিতীয় স্ত্রীর সপ্তম সন্তানের অপেক্ষায় এই অভিনেতা

Last Updated:

Alec Baldwin : আগামী হেমন্তে তাঁদের কোলে আসতে চলেছে আর এক সন্তান৷

নয়াদিল্লি: ৬৩ বছর বয়সে দ্বিতীয় স্ত্রীর সপ্তম সন্তানকে স্বাগতম জানাতে চলেছেন অভিনেতা অ্যালেক ব্যাল্ডউইন (Alec Baldwin )৷ সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন তাঁর স্ত্রী হিলারিয়া (Hilaria Baldwin)৷ পেশায় যোগ প্রশিক্ষক হিলারিয়া একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে এই দম্পতিকে ছাড়াও দেখা যাচ্ছে তাঁদের ৬ সন্তানকে৷ হিলারিয়া লিখেছেন, ‘‘গত কয়েক বছর ধরে অনেক চড়াই উতরাইয়ের পর পর অবশেষে আমাদের কাছে রয়েছে চরম রোমাঞ্চকর ও চমকপ্রদ খবর৷’’ তার পর জানিয়েছেন আগামী হেমন্তে তাঁদের কোলে আসতে চলেছে আর এক সন্তান৷
এই খবরে তাঁরাও উচ্ছ্বসিত বলে জানিয়েছেন হিলারিয়া৷ তাঁরা সন্তানদের জানানোর সময়েই এই ভিডিওটি করেছেন বলে জানিয়েছেন হিলারিয়া৷ তাঁর খুদে সন্তানরা নতুন অতিথির আসন্ন আগমন সংবাদে খুবই রোমাঞ্চিত বলে জানা গিয়েছে৷ সপ্তম সন্তান তাঁদের জীবনে উজ্জ্বল স্থান অধিকার করে আছে বলে মত হিলারিয়ার৷ (Alec Baldwin seventh child)
আরও পড়ুন : আলাপ ম্যাট্রিমনিয়াল সাইটে, কেন অভিষেককে ভাল লেগেছিল সংযু্ক্তার?
দীর্ঘ পোস্টে তিনি আরও যোগ করেছেন, ‘‘এই অনিশ্চিত সময়ে এটা একটা আশীর্বাদ ও উপহার৷ সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকার সময় আমি আপনাদের মিস করেছি৷ আমি ফের সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছি৷ জীবন নামের এই যাত্রাপথকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর৷’’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের জাদুতে বাংলাদেশের হৃদয় জয় রহমানের
এছাড়াও অ্যালেকের ২৬ বছর বয়সি একটি মেয়ে আছে৷ তাঁর নাম আয়ারল্যান্ড ব্যাল্ডউইন৷ অ্যালেক এবং তাঁর প্রাক্তন প্রথম স্ত্রীর সন্তান হলেন কিম৷ অর্থাৎ সব মিলিয়ে অষ্টম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অ্যালেক৷
আরও পড়ুন :  চার দেওয়ালের স্কুলবাড়ি নয়, রেলগাড়িতে বসেই পড়াশোনা করবে অসংখ্য ‘তোত্তো চান’
প্রসঙ্গত কিছু দিন আগেই চরম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হবু বাবা অ্যালেক৷ গত বছর ২১ অক্টোবর তিনি হাজির ছিলেন আসন্ন ছবি ‘রাস্ট’-এর শ্যুটিঙে৷ ঘটনাচক্রে তিনি এই ছবির প্রযোজক৷ নিউ মেক্সিকোতে শ্যুটিং চলাকালীন হঠাৎই শ্যুটিঙের প্রপ একটি বন্দুকে তাঁর হাত লেগে গুলি ছুটে যায়৷ গুলি লেগে প্রাণ হারান সিনেম্যাটোগ্রাফার হ্যালাইনা হাচিন্স৷ আহত হন পরিচালক জোয়েল সু’জা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alec Baldwin : বড় মেয়ে তরুণী, ৬৩ বছর বয়সে দ্বিতীয় স্ত্রীর সপ্তম সন্তানের অপেক্ষায় এই অভিনেতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement