TRENDING:

Disha Patani: ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়

Last Updated:

Disha Patani: পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসেন দিশা পাটানি ৷ এবার বারাণসীতে গিয়ে চর্চায় চলে এলেন অভিনেত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । বিকিনি লুক হোক কিংবা হট পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসেন অভিনেত্রী৷ যদিও এটা নতুন কিছু নয়, এবার বারাণসীতে গিয়ে চর্চায় চলে এলেন দিশা পাটানি৷
ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
advertisement

এই মুহূর্তে আপকামিং ছবির শুটিংয়ে বারাণসীতে রয়েছেন দিশা পাটানি৷ শুটিংয়ের ফাঁকে মন্দিরে যেতেই চরম নিন্দার মুখে পড়েছেন দিশা৷ মন্দিরে গিয়ে কি আবার করলেন দিশা, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে৷ সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দিশার ছবি, যেখানে জিন্স এবং ক্রপ টপ পরে দেখা গিয়েছে নায়িকাকে৷ তবে শুধু ক্রপ টপ নয় বরং টপের উপর শাল জড়িয়েই মন্দিরে ঢুকেছেন নায়িকা৷ তারপরেও শেষরক্ষা হল না৷ মন্দিরে কীভাবে জিন্স ও ক্রপ টপ পরে গেলেন দিশা, তা নিয়েই চর্চা শুরু হয়েছে৷ চর্চা নয় বরং নিন্দার ঝড় বইছে নেটদুনিয়ায়৷

advertisement

আরও পড়ুন-'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের

আরও পড়ুন-অক্টোবরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন রাঘব-পরিণীতি! জল্পনা তুঙ্গে বলিপাড়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিশা পাটানিকে দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷ এমন স্বল্প পোশাকে অভিনেত্রীকে দেখেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷ শালের নীচ দিয়ে শরীর দেখা যেতেই সমালোচনা বন্যা বয়ে গিয়েছে৷ শ্যুটিংয়ের ফাঁকে মন্দির দর্শনে যাওয়ার পরিণতি যে এমনটা হবে তা মনে হয় ভাবতেও পারেননি অভিনেত্রী৷ দিনকয়েক আগেও এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন দিশা৷ পোশাকের জন্য চরম নিন্দার মুখে পড়তে হয়েছিল দিশাকে৷ বলিউড অভিনেত্রীকে নিয়ে চর্চার যেন শেষ হয় না। এবারও দিশার ভাইরাল ছবি নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Disha Patani: ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল