Parineeti-Raghav: অক্টোবরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন রাঘব-পরিণীতি! জল্পনা তুঙ্গে বলিপাড়ায়

Last Updated:
Parineeti-Raghav: চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷ যদিও এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি৷
1/7
বলিউডে ফের বিয়ের সানাই৷ জল্পনার মাঝেই ফের পরিণীতি চোপড়াকে মণীশ মলহোত্রার বাড়িতে দেখা গেল৷ এর আগেও মণীশের বাড়িতে দেখা গেছে পরিণীতিকে৷ তবে কি বিয়ের পোশাক ফাইনাল করতেই বারবার ছুটে যাচ্ছেন মণীশের বাড়িতে৷
বলিউডে ফের বিয়ের সানাই৷ জল্পনার মাঝেই ফের পরিণীতি চোপড়াকে মণীশ মলহোত্রার বাড়িতে দেখা গেল৷ এর আগেও মণীশের বাড়িতে দেখা গেছে পরিণীতিকে৷ তবে কি বিয়ের পোশাক ফাইনাল করতেই বারবার ছুটে যাচ্ছেন মণীশের বাড়িতে৷
advertisement
2/7
মণীশের বাড়িতে দ্বিতীয়বার পরিণীতিকে দেখেই নিশ্চিত হয়েছেন অনুরাগীরা৷ এদিনও অভিনেত্রীকে দেখে ঘিরে ধরেন পাপারাৎজিরা৷ তখনও ক্যামেরার সামনে হেসে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে৷
মণীশের বাড়িতে দ্বিতীয়বার পরিণীতিকে দেখেই নিশ্চিত হয়েছেন অনুরাগীরা৷ এদিনও অভিনেত্রীকে দেখে ঘিরে ধরেন পাপারাৎজিরা৷ তখনও ক্যামেরার সামনে হেসে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে৷
advertisement
3/7
'কবে বিয়ে করছেন?' এই একই প্রশ্ন এখন সকলের মুখে মুখে ৷ তবে কোনও উত্তর দেন নি অভিনেত্রী৷ তবে সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পরিণীতি ও রাঘব৷ যদিও এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি৷
'কবে বিয়ে করছেন?' এই একই প্রশ্ন এখন সকলের মুখে মুখে ৷ তবে কোনও উত্তর দেন নি অভিনেত্রী৷ তবে সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পরিণীতি ও রাঘব৷ যদিও এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি৷
advertisement
4/7
বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ক রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা।
বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ক রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা।
advertisement
5/7
দিনকয়েক আগেই পরিণীতির অনামিকায় আংটি দেখেই জল্পনা শুরু হয়েছে৷ যা দেখা মাত্রই নেটিজেনরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে চুপিচুপি বাগদানটা সেরে ফেলেছেন তিনি৷ মুহূর্তের মধ্য পরিণীতির হাতের আংটির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
দিনকয়েক আগেই পরিণীতির অনামিকায় আংটি দেখেই জল্পনা শুরু হয়েছে৷ যা দেখা মাত্রই নেটিজেনরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে চুপিচুপি বাগদানটা সেরে ফেলেছেন তিনি৷ মুহূর্তের মধ্য পরিণীতির হাতের আংটির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
6/7
এর আগেও চোপড়া পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, পরিণীতি এবং রাঘব নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এনগেজমেন্টের অনুষ্ঠান এখনও করা হয়নি৷ এছাড়াও দাবি করা হয়েছিল, পরিণীতি ও রাঘবের রোকা অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে।
এর আগেও চোপড়া পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, পরিণীতি এবং রাঘব নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এনগেজমেন্টের অনুষ্ঠান এখনও করা হয়নি৷ এছাড়াও দাবি করা হয়েছিল, পরিণীতি ও রাঘবের রোকা অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে।
advertisement
7/7
বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে । লাঞ্চ থেকে ডিনার ডেট-সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে। তবে নিজেরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।
বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে । লাঞ্চ থেকে ডিনার ডেট-সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে। তবে নিজেরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।
advertisement
advertisement
advertisement