Aishwarya- Aaradhya:'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের

Last Updated:

Aishwarya- Aaradhya: অমিতাভের নাতনি আরাধ্যার মানসিক স্বাস্থ্য নিয়ে ভিডিও তৈরির অভিযোগে একগুচ্ছ ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত৷

'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি, ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের
'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি, ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের
মুম্বই: কৈশোরে পা রাখার আগেই আদালতে পা রাখতে হল অভিষেক ও ঐশ্বর্য কন্যা আরাধ্যা বচ্চনকে৷ প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিয়ে চর্চা যেমন সবসময় লেগে থাকে,তেমনই এবার শিরোনামে উঠে এসেছেন আরাধ্যা ৷ তার অভিযোগ ছিল, এক ইউটিউব চ্যানেল তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়ো খবর প্রচার করেছে৷ সেই চ্যানেলের বিরুদ্ধেই নালিশ করেছে আরাধ্যা৷ বাবা অভিষেককে সঙ্গে নিয়েই অভিযোগ করেছিলেন ঐশ্বর্য কন্যা আরাধ্যা৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে দিল্লি হাই কোর্টে উঠেছিল এই মামলা৷ নিজের বিষয়ে কোনও ভুয়ো খবর শুনতে নারাজ আরাধ্যা৷
ছোট বয়স থেকেই বেশ ক্যামেরার সামনে সাবলীল আরাধ্যা৷ নাবালিকা হলেও নিজের জীবন এবং স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবরে রাশ টানতে আদালতের দ্বারস্থ হয়েছে ছোট্ট মেয়ে৷ দিল্লি হাই কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে আরও কোনও বিভ্রান্তিমূলক কনটেন্ট বানানো যাবে না৷ অমিতাভের নাতনি আরাধ্যার মানসিক স্বাস্থ্য নিয়ে ভিডিও তৈরির অভিযোগে একগুচ্ছ ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত৷ আজই শুনানির দিন৷
advertisement
advertisement
বিচারপতি সি হরিশঙ্কর বলেন, অভিযুক্ত ইউটিউব চ্যানেলগুলিকে এই ধরনের ভিডিও আপলোড , পাবলিশ এবং প্রচার করা থেকে বিরত রাখা হয়েছে৷ এমনকী চ্যানেলের মালিককে খুঁজে বার করারও নির্দেশও দেওয়া হয়েছে গুগলকে৷ কেন্দ্রীয় সরকারকে আদালত এও বলেছে, এই ধরনের ভিডিও এবং কনটেন্টের অ্যাক্সেস ব্লক করে দিতে৷ বিচারপতি এও জানিয়েছেন, সমস্ত শিশুর ইচ্ছা ও অনিচ্ছাকে সম্মান দেওয়া কর্তব্য৷ যে কোনও তারকা সন্তান হোক বা সাধারণ ঘরের শিশু, সকলেরই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুয়ো তথ্য রটানো হলে তা আইনের চোখে আপরাধ বলেই গণ্য করা হবে৷ এর আগেও একাধিকবার ট্রোলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা৷ তবে এই প্রথমবার নিজে কোনও বিষয়ে পদক্ষেপ করেছে আরাধ্যা৷ তাঁর অভিযোগের ভিত্তিতে বেশ কড়া রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aishwarya- Aaradhya:'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement