Salman-Rakhi: সলমনকে সাপোর্ট করতেই বাড়ল বিপদ! এবার লরেন্সের থেকে খুনের হুমকি পেলেন রাখি সাওয়ান্ত

Last Updated:

Salman-Rakhi: ফের বুধবার লরেন্সের কাছ থেকে মৃত্যুর হুমকি পেলেন ভাইজান৷ এবার শুধু সলমন খান নয়, বরং কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্তের কাছেও এসেছে হুমকি মেল৷

সলমনকে সাপোর্ট করতেই বাড়ল বিপদ! এবার লরেন্সের থেকে খুনের হুমকি পেলেন রাখি সাওয়ান্ত
সলমনকে সাপোর্ট করতেই বাড়ল বিপদ! এবার লরেন্সের থেকে খুনের হুমকি পেলেন রাখি সাওয়ান্ত
মুম্বই: বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। তবে চর্চার থেকেই চিন্তা বেশি বাড়ছে দর্শকদের৷ চলতি বছরের ঈদের দিন মুক্তি পেতে চলেছে সলমন খানের সিনেমা 'কিসি কি ভাই কিসি কা জান'৷ আপাতত ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা৷ তাতেও স্বস্তি নেই অভিনেতার৷ ফের আবারও মেল মারফত মৃত্যুর হুমকি পেলেন সলমন খান৷ কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন অভিনেতা৷ এর আগেও বহুবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল, তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল৷
ফের বুধবার লরেন্সের কাছ থেকে মৃত্যুর হুমকি পেলেন ভাইজান৷ এবার শুধু সলমন খান নয়, বরং কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্তের কাছেও এসেছে হুমকি মেল৷ জানা গিয়েছে, যিনি সবর্দা নিজেকে ভাইজানের ভক্ত হিসেবে নিজেকে মেনে এসেছেন, তাকে এবার এই বিষয়টি থেকে দূরে থাকতে বলা হয়েছে৷ প্রসঙ্গত,সলমনের পক্ষ থেকে গ্যাংস্টারদের কাছে ক্ষমা চাওয়ার কয়েক ঘন্টা পরেই এই হুমকি আসে৷ কী লিখেছিলেন রাখি ইনস্টাগ্রাম স্টোরিতে? রাখি সাওয়ান্ত লিখেছিলেন- 'মেরে ভাই সলমনের উপর খারাপ নজর দিও না৷ আমি বলছি সলমন খান খুব ভাল একজন মানুষ৷ তিনি একজন কিংবদন্তি৷ সলমন ভাইয়ের জন্য প্রার্থনা করো৷ উনি মানুষের জন্য কত কী করেন৷ আমি এটাই চাই সলমন ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক৷ স্মৃতিশক্তিও যেন নষ্ট হয়ে যাক৷ আমি আল্লার কাছে প্রার্থনা করব যাতে কেউ যেন সলমন ভাইয়ের ক্ষতি না করার চেষ্টা করে৷ তবে রাখি থেমে থাকার পাত্র নন'৷
advertisement
advertisement
রাখি পাপারাৎজির সামনে এসে মেলটি পড়ে শোনান৷ যেখানে লেখা রয়েছে, 'রাখি তোর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই৷ তুই আর সলমনের বিষয়ে ঢুকিস না৷ নয়তো তোর অনেক বড় সমস্যা হয়ে যাবে৷ আর এটাও জেনে রাখ, তোর ভাই সলমনকে মুম্বইতেই মারব৷ ও যতই নিরাপত্তা বাড়িয়ে নিক না কেন'৷ সলমন খানকে নিয়ে দিনদিন চিন্তা বেড়েই চলেছে। কারণ বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। অন্য কায়দায় ভাইজানকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই রাতারাতি সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারপর থেকেই সলমন খানকে নিয়ে জোরদার চিন্তা বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman-Rakhi: সলমনকে সাপোর্ট করতেই বাড়ল বিপদ! এবার লরেন্সের থেকে খুনের হুমকি পেলেন রাখি সাওয়ান্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement