Lopamudra Mitra: ভয়ঙ্কর গরমে নাজেহাল! শেষমেষ অতিষ্ঠ হয়ে লেকে জঙ্গল বানানোর প্রস্তাব লোপামুদ্রার,কাকে দিলেন জানেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Lopamudra Mitra: গরমে হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের৷ ৷ এই গরম সহ্য করতে না পেরে নিজের ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং বিশেষ প্রস্তাবও দিলেন লোপামুদ্রা৷
কলকাতা: গরমে প্রাণ ওষ্ঠাগত৷ তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়ছে ছাড়া কমছে না৷ রোদের তাপে হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের৷ এই মুহূর্তে গোটা কলকাতা সহ গোটা রাজ্যের একই পরিস্থিতি৷ কবে একটি বৃষ্টি আসবে, তার অপেক্ষাতেই দিন গুনছে রাজ্যবাসী৷ কিন্তু বৃষ্টির কোনও দেখা নেই, বরং গরমের দাপট ক্রমশ বেড়েই চলেছে৷ এই গরম সহ্য করতে না পেরে এবার লম্বা এক পোস্ট করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র৷
গোটা রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন তিনি৷ পাশাপাশি নিজের ফেসবুক পোস্টে বিশেষ প্রস্তাবও দিলেন লোপামুদ্রা৷ ঠিক কী লিখেছেন তিনি?সঙ্গীতশিল্পী লোপামুদ্রা লিখেছেন-সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে ?? হবে??
আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না, কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে। যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাই নি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই। দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা ? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে ?? সবাই মিলে?? গা বাঁচানোর আরেক নাম সহ্য , আর হচ্ছে কি ?? এই পোস্টেই কলকাতা পুরসভা এবং মেয়র ফিরহাদ হাকিমকে ট্যাগ করে লোপামুদ্রা লিখেছেন-সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম।
advertisement
advertisement
আরও পড়ুন-ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন
বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা লোপামুদ্রা মিত্র৷ প্রত্যেকের মতো গরমে তাঁরও নাজেহাল অবস্থা৷ গরমের দাপট থেকে রেহাই পেতেই নিজের মতো করে মতামত তুলে ধরেছেন তিনি৷ তাঁর এই ভাবনা ও উদ্যোগের প্রশংসা অনেকেই করেছেন পোস্টে৷ প্রত্যেকেই নিজেদের মতামত কমেন্টে জানিয়েছেন শিল্পীকে৷ এবং তারা শিল্পীর পাশে আছেন বলেও জানিয়েছেন৷ তবে পুরসভার নজরে এটি পরে কিনা এখন সেটাই দেখার৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 9:40 PM IST