Salman Khan: তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Salman Khan: দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমন খান৷অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷
মুম্বই: সলমন খানকে নিয়ে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ হবে নাই বা কেন৷ এবার মাত্র ৯৯৯ টাকা খরচা করলেই একেবারে সামনে থেকে দর্শন পাবেন সলমন খানের৷ অবশেষে হল জল্পনার অবসান৷ আগামী ১৩ মে কলকাতায় আসছেন সলমন খান৷ আগামী মাসের ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নিতে চলেছেন সলমন খান৷ এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ধরে রাখতে পারছেন না ভক্তরা৷
দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমন খান৷ শেষবারের মতো 'ওয়ান্টেড' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সলমন খান৷ তাই এবারের সলমনের কনসার্ট নিয়ে বেশি উন্মাদনা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে৷ সলমনের টিমের পক্ষ থেকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে৷ অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷ তারপর আরও বেশি মূল্যের টিকিট রয়েছে৷ যেমন- ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার টিকিটও রয়েছে৷ তবে সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা৷ জানা গিয়েছে, 'ভাইজান জোন','টাইগার জোন', 'ওয়ান্টেড জোন'-এ বসে সলমনের কনসার্ট দেখতে পারবেন দর্শকরা৷
advertisement
advertisement
এর আগেও শোনা গিয়েছিল, জানুয়ারি মাসে 'দ্য-ব্যাং' ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসছেন ভাইজান৷ যদিও সেই পরিকল্পনা সফল হয়নি৷ এবার পাকাপাকিভাবে কলকাতায় আসতে চলেছেন সলমন খান৷ ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কনসার্ট৷ তবে সলমন একা নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাতে থাকবেন আরও একঝাঁক তারকা৷ সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ূশ শর্মা, প্রভু দেবাও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে৷ তবে সলমনের প্রাণনাশের হুমকি নিয়ে চিন্তা বাড়ছে ভক্তদের৷ যদিও জানা যাচ্ছে, কনসার্টের দিন কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন সলমন খান৷ আপাতত বহু প্রতীক্ষিত ছবির প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান৷ চলতি বছরের ঈদে অর্থাৎ ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 6:50 PM IST