Bonny-Koushani: কৌশানিকে বাহুডোরে আগলে ধরতেই চরম ট্রোলড বনি,'ইডি কী বলছে', খোঁচা অভিনেতাকে

Last Updated:

Bonny-Koushani: ট্রোলিং কোনওভাবেই পিছু ছাড়ছে না বনির। নববর্ষের দিন প্রেমিকা কৌশানির সঙ্গে আদুরে ছবি পোস্ট করে চরম সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেতা৷

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তলের সঙ্গে নাম জড়াতেই বনিকে নিয়ে এখনও চর্চা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। সময়টা মোটেই ভাল যাচ্ছে না টলিপাড়ার বরবাদ অভিনেতা বনি সেনগুপ্তর। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই টলি অভিনেতা বনির নাম উঠে এসেছে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছিল। জানা গিয়েছে, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফেরতও দিয়েছেন বনি সেনগুপ্ত। তবে টাকা ফেরত দিলেও ট্রোলিং কোনওভাবেই পিছু ছাড়ছে না বনির।
সম্প্রতি নববর্ষের দিন প্রেমিকা কৌশানির সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বনি। যেখানে খাঁটি বাঙালি সাজে দেখা গিয়েছে বনি সেনগুপ্ত ও কৌশানিকে। লাল পাড় সাদা শাড়ি আটপৌরে করে পরা, সঙ্গে স্লিভলেস ব্লাউজে লাস্যময়ী কৌশানি৷ এবং পাঞ্জাবি- পাজামা পরে ধরা দিয়েছেন বনি সেনগুপ্ত৷ একে অপরকে জড়িয়ে ধরে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি৷ এই পোস্ট ভাইরাল হতেই কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা৷ একজন কমেন্টে লিখেছেন- 'আরে লিডিং হিরো যে'৷ কেউ মন্তব্য করে বলেছেন- 'পিছনে ইডি সিবিআই নেই তো?' কেউ আবার বলেছেন- 'ইডি কী বলছে?' এরকম কমেন্টে ভরে গিয়েছে বনির সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে বনি ও কৌশানি পুরো বিষয়টা নিয়ে স্পিকটি নট৷
advertisement
advertisement
advertisement
২০১৭ সালে কুন্তলের সঙ্গে পরিচয় হয় বনির । কুন্তলের একাধিক অনুষ্ঠান করেছেন বনি। এবং কুন্তলও তাই দাবি করেছেন। বনি জানিয়েছেন,কুন্তলের প্রযোজনায় অভিনয়ের জন্য নগদ কোনও টাকা না নিলেও পাঁচ বছর আগে একটি গাড়ি কিনতে কুন্তল ৪০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল। সেই সূত্রেই টাকার লেনদেন হয়। যার বিনিময়ে কুন্তলের একাধিক অনুষ্ঠান করে দিয়েছেন বনি। কুন্তলের একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে পারিশ্রমিক হিসেবেই সমস্ত টাকা মিটিয়ে দেন বনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা। তবে কুন্তলের টাকা ফিরিয়ে দেওয়ার পর নতুন করে সবটা শুরু করতে চাইছেন অভিনেতা বনি সেনগুপ্ত। কিন্তু বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না অভিনেতার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bonny-Koushani: কৌশানিকে বাহুডোরে আগলে ধরতেই চরম ট্রোলড বনি,'ইডি কী বলছে', খোঁচা অভিনেতাকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement