গানের রচয়িতার স্থানে লেখা রয়েছে ‘সংগৃহিত’। কিন্তু গানটির রচয়িতা এখনও জীবিত। এখনও তিনি যথারীতি লোকগানের চর্চা করে চলেছেন। তিনি সিউড়ির লালকুঠিপাড়ার মনিরুদ্দিন আহমেদ। এই নিয়ে মনিরুদ্দিনবাবু সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন।
আরও পড়ুন: ছবিতে গান ব্যবহার করেও স্রষ্টার নাম বাদ? বিতর্কে বাংলাদেশের জনপ্রিয় 'হাওয়া'
এরপরেই সেই খবর জানতে পারেন পরিচালক মেজবাউর। অবশেষে ফোন মারফত যোগাযোগ করলেন ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি সিউড়ির লালকুঠিপাড়ার বাসিন্দা মনিরুদ্দিনকে যথাযোগ্য সম্মান দেওয়ার আশ্বাস দেন।
advertisement
আরও পড়ুন: শরীরে শুধুই ডায়পার! ট্রেন লাইনে উদ্দাম নাচ, ভিডিও করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা
এই প্রসঙ্গে ৮১ বছরের শিল্পী মনিরুদ্দিনবাবুর ছেলে জামাল আহমেদ বলেন, ‘‘সুমনবাবু ফোন করেছিলেন। তিনি বলেছেন যে তিনি সঙ্গীতকারের খোঁজ করেছেন৷ কিন্তু পাননি। তাই ‘সংগৃহীত’ লিখেছেন। তবে তিনি বাবাকে সম্মান প্রদানের আশ্বাস দিয়েছেন। এখন দেখি কী হয়।’’
উল্লেখ্য, ১৯৮৬ সালে ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি লিখেছিলেন মনিরুদ্দিন আহমেদ। সেই সময় ক্যাসেটও হয়েছিল। গেয়েছিলেন নামী লোকশিল্পীরা। সেই গানই সম্প্রতি ‘হট কেক’ হয়ে ওঠে বাংলাদেশের সেলুলয়েডে। কিন্তু তার জন্য নূন্যতম সম্মানটুকু মেলেনি গানটির রচয়িতার। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে লোক সঙ্গীতের জগতে।
Subhadip Pal