এ দিন প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বহু মানুষ কার্তিককে একবার দেখার জন্য ভিড় জমান ওই এলাকায়। বলিউড অভিনেতা আসার সাথে সাথেই চিৎকার উন্মাদনায় ফেটে পরে গোটা এলাকা। কার্তিক কার্তিক বলে রব উঠতে থাকে চারদিকে। অভিনেতাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন ছাত্র-ছাত্রীরাও।
আরও পড়ুনঃ দানব মাছ যেন মানুষই গিলে খাবে! কী ভয়ঙ্কর চেহারা, হাঁ করে দেখল দিঘার পর্যটকরা
advertisement
সাদা সোয়েট শার্ট, পরনে ডেনিম জিন্স, চোখে স্টাইলিস্ট সানগ্লাসে মঞ্চে ওঠেন কার্তিক আরিয়ান। কলকাতার মানুষের উচ্ছ্বাস এনার্জির তারিফ করে কার্তিক বাংলায় বলেন 'খুব ভালবাসি'। এরপরই মঞ্চ থেকে ভুলভুলাইয়া ২-এ যে ভাবে কলকাতার মানুষ তাকে ভালবেসেছিলেন, সে ভাবেই শেহেজাদা মুভিটিকেও তারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন।
আরও পড়ুনঃ লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে! দেদার খাচ্ছে আমজনতা, চমকে ওঠা ভিডিও
এরপরই মঞ্চ থেকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডান্স করতেও দেখা গেল বলিউড স্টার কার্তিক আরিয়ানকে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সেলফিও তুললেন কার্তিক। শেহজাদা ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করছেন কৃতি শ্যানন। কার্তিক ও কৃতির পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, রনিত রয়, পরেশ রাওয়াল সহ বলিউডের একাধিক নামীদামী অভিনেতারা।
কলকাতা-সহ এই ছবির প্রচারে কার্তিক অন্যান্য রাজ্যেও যাচ্ছে বলেই জানা গিয়েছে। বলিউড অভিনেতা কার্তিক কে এত সামনে থেকে দেখতে পেয়ে খুশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও।
Rudra Narayan Roy