TRENDING:

Kartik Aaryan at Agarpara|| আগরপাড়ায় এলেন কার্তিক আরিয়ান, কাকে বললেন খুব ভালবাসি? তোলপাড়  

Last Updated:

Kartik Aaryan at Agarpara: বলিউড স্টার কার্তিক আরিয়ান কাকে বললেন 'খুব ভালবাসি '! আগরপাড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসলেন বলিউড তারকা অভিনেতা কার্তিক আরিয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরপাড়া: সোশ্যাল মিডিয়ার দৌলতে আগেই ছড়িয়ে পড়েছিল বার্তা, এ দিন শাহজাদা সিনেমার প্রমোশনে আগরপাড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসলেন বলিউড তারকা অভিনেতা কার্তিক আরিয়ান। বিভিন্ন মাধ্যমে কার্তিক আরিয়ানকে দেখা যায় দামি গাড়ি, নতুন স্টাইলের পোশাকে, ফলে তার ফ্যান ফলোয়াররাও সিনেমার প্রচারে কার্তিক কলকাতায় আশায় যথেষ্টই উচ্ছ্বসিত। এর আগে 'ভুলভুলাইয়া ২'-এর প্রচারেও কলকাতায় এসেছিলেন কার্তিক। এ বার এলেন শেহজাদা-র প্রমোশনে।
advertisement

এ দিন প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বহু মানুষ কার্তিককে একবার দেখার জন্য ভিড় জমান ওই এলাকায়। বলিউড অভিনেতা আসার সাথে সাথেই চিৎকার উন্মাদনায় ফেটে পরে গোটা এলাকা। কার্তিক কার্তিক বলে রব উঠতে থাকে চারদিকে। অভিনেতাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন ছাত্র-ছাত্রীরাও।

আরও পড়ুনঃ দানব মাছ যেন মানুষই গিলে খাবে! কী ভয়ঙ্কর চেহারা, হাঁ করে দেখল দিঘার পর্যটকরা

advertisement

সাদা সোয়েট শার্ট, পরনে ডেনিম জিন্স, চোখে স্টাইলিস্ট সানগ্লাসে মঞ্চে ওঠেন কার্তিক আরিয়ান। কলকাতার মানুষের উচ্ছ্বাস এনার্জির তারিফ করে কার্তিক বাংলায় বলেন 'খুব ভালবাসি'। এরপরই মঞ্চ থেকে ভুলভুলাইয়া ২-এ যে ভাবে কলকাতার মানুষ তাকে ভালবেসেছিলেন, সে ভাবেই শেহেজাদা মুভিটিকেও তারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন।

View More

আরও পড়ুনঃ লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে! দেদার খাচ্ছে আমজনতা, চমকে ওঠা ভিডিও 

advertisement

এরপরই মঞ্চ থেকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডান্স করতেও দেখা গেল বলিউড স্টার কার্তিক আরিয়ানকে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সেলফিও তুললেন কার্তিক। শেহজাদা ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করছেন কৃতি শ্যানন। কার্তিক ও কৃতির পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, রনিত রয়, পরেশ রাওয়াল সহ বলিউডের একাধিক নামীদামী অভিনেতারা।

কলকাতা-সহ এই ছবির প্রচারে কার্তিক অন্যান্য রাজ্যেও যাচ্ছে বলেই জানা গিয়েছে। বলিউড অভিনেতা কার্তিক কে এত সামনে থেকে দেখতে পেয়ে খুশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kartik Aaryan at Agarpara|| আগরপাড়ায় এলেন কার্তিক আরিয়ান, কাকে বললেন খুব ভালবাসি? তোলপাড়  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল