TRENDING:

Ananya Panday’s birthday : জন্মদিনে অনন্যাকে বিশেষ শুভেচ্ছাবার্তা ‘প্রেমিক’ ঈশানের

Last Updated:

Ananya Panday’s birthday :গত বছর ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন ঈশান এবং অনন্যা৷ তার পর থেকেই দু’জনের সম্পর্ক তৈরি হয়েছে বলে গুঞ্জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শনিবার ছিল অনন্যা পান্ডের (Ananya Panday) জন্মদিন৷ ২৩ বছর বয়স হল অভিনেত্রীর৷ জীবনের বিশেষ দিনে বিশেষ শুভেচ্ছাবার্তা এল গুঞ্জরিত বয়ফ্রেন্ড ঈশান খট্টরের (Ishan Khattar) কাছ থেকে৷ গত বছর ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন ঈশান এবং অনন্যা৷ তার পর থেকেই দু’জনের সম্পর্ক তৈরি হয়েছে বলে গুঞ্জন (Ananya Panday’s birthday )৷
advertisement

তাঁকে শুভেচ্ছা জানিয়ে ঈশান দু’টি ছবি পোস্ট করেছেন৷ তার মধ্যে একটি ছবি মালদ্বীপে ছুটি কাটানোর৷ ছবির সঙ্গে শুভেচ্ছাবার্তার পাশে একটি হৃদয় ইমোজিও দিয়েছেন ঈশান৷

আরও পড়ুন : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা

সম্প্রতি মাদকাকাণ্ডে জড়িয়ে গিয়েছিল অনন্যার নামও ৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি তাঁকে এই মামলায় দীর্ঘ জেরাও করে৷

advertisement

চলতি বছরের গোড়ায় একসঙ্গে মলদ্বীপে ছুটি কাটান ঈশান খট্টর এবং অনন্যা পাণ্ডে৷ তাঁরা সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেননি ঠিকই৷ তবে ঈশান একটি ভিডিও শেয়ার করেছিলেন৷ তার রেকর্ডিং ক্রেডিট তিনি দিয়েছিলেন অনন্যাকে৷

আরও পড়ুন : ভিডিওতে যৌনকর্মী, অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা, দেবলীনা, রিচা

অনন্যার মা ভাবনাও ইনস্টাগ্রামে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমরা তোমাকে ভালবাসি৷ শুভ জন্মদিন, আমার সবথেকে সুন্দরী কন্যা৷ তুমি মানুষ হিসেবেও খুব সুন্দর৷’’

advertisement

আরও পড়ুন : আর নয় ওটিটি মঞ্চে, স্পষ্ট জানালেন নওয়াজুদ্দিন সিদ্দিকী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যার বলিউডে হাতেখড়ি ২০১৯ সালে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবিতে৷ সেখানে তিনি অভিনয় করেন টাইগার শ্রফ এবং তারা সুতারিয়ার বিপরীতে৷ এর পর অনন্যা অভিনয় করেন ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে৷ সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকর৷ এখনও অবধি অনন্যাকে শেষ বার দেখা গিয়েছে ‘খালি পিলি’ ছবিতে৷ সেই ছবি থেকেই সহ-অভিনেতা ঈশানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন৷ সেই গুঞ্জনকেই আরও কিছুটা মজবুত করলেন শাহিদ কপূরের সৎ ভাই ঈশান৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday’s birthday : জন্মদিনে অনন্যাকে বিশেষ শুভেচ্ছাবার্তা ‘প্রেমিক’ ঈশানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল