Nawazuddin Siddiqui : আর নয় ওটিটি মঞ্চে, স্পষ্ট জানালেন নওয়াজুদ্দিন সিদ্দিকী

Last Updated:

নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আত্মপ্রকাশ করেছিলেন নেটফ্লিক্সে ‘সেক্রেড গেমস’-এ (Sacred Games)

মুম্বই : নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আত্মপ্রকাশ করেছিলেন নেটফ্লিক্সে ‘সেক্রেড গেমস’-এ (Sacred Games)৷ প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালে ৷ দু’ বছর পর দ্বিতীয় সিজন৷ এর পর ডিজিটাল মাধ্যমে ‘রাত অকেলী হ্যায়’, ‘ঘুমকেতু’, ‘সিরিয়াস ম্যান’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি৷
কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন সময় ধরেই নেটদুনিয়ায় সিরিজ ঘিরে অসন্তোষ প্রকাশ করছিলেন নওয়াজুদ্দিন৷ একের পর এক সিরিজে অভিনয় করার পরও তারকার অভিযোগ, ওটিটি-র বিষয়বস্তু তরলীকৃত হচ্ছে৷ এ বার তিনি জানিয়েই দিলেন, আর ওয়েবসিরিজে অভিনয় করবেন না তিনি৷
আরও পড়ুন : নজির স্থাপন প্রয়াত তারকা পুনীত রাজকুমারের, তাঁর দান করা চোখে আলো জ্বলবে কারওর অন্ধকার দৃষ্টিতে
নওয়াজুদ্দিন জানিয়েছেন, ‘‘ওটিটি মঞ্চ বাতিল শো-এর ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে৷ হয় আমাদের এমন শো দেখতে হয়, যা দেখার যোগ্য নয়৷ নতুবা এমন সিক্যুয়েল, যেখানে নতুন করে কিছু বলার নেই৷ যখন আমি নেটফ্লিক্সে সেক্রেড গেমস করেছিলাম, তখন ডিজিটাল মাধ্যম নিয়ে একটা উৎসাহ এবং চ্যালেঞ্জ ছিল আমার মধ্যে৷ নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া হচ্ছিল৷ এখন সেই তরতাজা ভাবটা চলে গিয়েছে৷ এখন এটা তথাকথিত তারকা এবং বড় প্রোডাকশন হাউসের চক্র হয়ে দাঁড়িয়েছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তারকা অভিনেতা পুনীত রাজকুমার!
অভিনেতা মনে করেন, প্রযোজকরা অফুরন্ত কনটেন্ট তৈরির জন্য মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন৷ কিন্তু সংখ্যার কাছে গুণমান হার মেনেছে বলে মনে করেন তিনি৷ তাঁর স্পষ্ট কথা, ‘‘যখন আমি ওগুলো দেখতেই পারছি না, তখন সেখানে অভিনয়ই বা করব কী করে?’’
advertisement
আরও পড়ুন : দাদা-র জামিন, বোন Suhana Khan লিখলেন তিনটি মাত্র শব্দ! Viral
পাশাপাশি, নওয়াজুদ্দিনের আগামীতে অভিনয় করার কথা কঙ্গনা রানাউতের প্রযোজনা সংস্থার ডার্ক কমেডি ‘টিকু অ্যান্ড শেরু’-তে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui : আর নয় ওটিটি মঞ্চে, স্পষ্ট জানালেন নওয়াজুদ্দিন সিদ্দিকী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement