Nawazuddin Siddiqui : আর নয় ওটিটি মঞ্চে, স্পষ্ট জানালেন নওয়াজুদ্দিন সিদ্দিকী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আত্মপ্রকাশ করেছিলেন নেটফ্লিক্সে ‘সেক্রেড গেমস’-এ (Sacred Games)
মুম্বই : নওয়াজুদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আত্মপ্রকাশ করেছিলেন নেটফ্লিক্সে ‘সেক্রেড গেমস’-এ (Sacred Games)৷ প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালে ৷ দু’ বছর পর দ্বিতীয় সিজন৷ এর পর ডিজিটাল মাধ্যমে ‘রাত অকেলী হ্যায়’, ‘ঘুমকেতু’, ‘সিরিয়াস ম্যান’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি৷
কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন সময় ধরেই নেটদুনিয়ায় সিরিজ ঘিরে অসন্তোষ প্রকাশ করছিলেন নওয়াজুদ্দিন৷ একের পর এক সিরিজে অভিনয় করার পরও তারকার অভিযোগ, ওটিটি-র বিষয়বস্তু তরলীকৃত হচ্ছে৷ এ বার তিনি জানিয়েই দিলেন, আর ওয়েবসিরিজে অভিনয় করবেন না তিনি৷
আরও পড়ুন : নজির স্থাপন প্রয়াত তারকা পুনীত রাজকুমারের, তাঁর দান করা চোখে আলো জ্বলবে কারওর অন্ধকার দৃষ্টিতে
নওয়াজুদ্দিন জানিয়েছেন, ‘‘ওটিটি মঞ্চ বাতিল শো-এর ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে৷ হয় আমাদের এমন শো দেখতে হয়, যা দেখার যোগ্য নয়৷ নতুবা এমন সিক্যুয়েল, যেখানে নতুন করে কিছু বলার নেই৷ যখন আমি নেটফ্লিক্সে সেক্রেড গেমস করেছিলাম, তখন ডিজিটাল মাধ্যম নিয়ে একটা উৎসাহ এবং চ্যালেঞ্জ ছিল আমার মধ্যে৷ নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া হচ্ছিল৷ এখন সেই তরতাজা ভাবটা চলে গিয়েছে৷ এখন এটা তথাকথিত তারকা এবং বড় প্রোডাকশন হাউসের চক্র হয়ে দাঁড়িয়েছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তারকা অভিনেতা পুনীত রাজকুমার!
অভিনেতা মনে করেন, প্রযোজকরা অফুরন্ত কনটেন্ট তৈরির জন্য মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন৷ কিন্তু সংখ্যার কাছে গুণমান হার মেনেছে বলে মনে করেন তিনি৷ তাঁর স্পষ্ট কথা, ‘‘যখন আমি ওগুলো দেখতেই পারছি না, তখন সেখানে অভিনয়ই বা করব কী করে?’’
advertisement
আরও পড়ুন : দাদা-র জামিন, বোন Suhana Khan লিখলেন তিনটি মাত্র শব্দ! Viral
পাশাপাশি, নওয়াজুদ্দিনের আগামীতে অভিনয় করার কথা কঙ্গনা রানাউতের প্রযোজনা সংস্থার ডার্ক কমেডি ‘টিকু অ্যান্ড শেরু’-তে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2021 11:58 PM IST