TRENDING:

Poonam Pandey: পুনমের ঘনিষ্ঠ বন্ধু! নাম জড়াতেই চরম বিপাকে ‌বাংলার 'এই' গ্রামের ছেলে

Last Updated:

Poonam Pandey: পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক গ্রামের যুবক। শুক্রবার রাত থেকেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর। বিখ্যাত মডেল পুনম পাণ্ডের মৃত্যুর খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু’দিন আগে পুনমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও শনিবার জানা যায় তিনি মারা যাননি। কিন্তু পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক।
advertisement

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে থাকেন ধনঞ্জয় বর্মণ নামের এক যুবক। কলেজে পড়াশোনা করেন তিনি। পরিবারে আর্থিক অনটন থাকায় পড়াশোনার পাশাপাশি বালুরঘাটের একটি শপিংমলে কাজও করেন তিনি। তাঁরই নাম জড়িয়েছে পুনম পান্ডের সঙ্গে। শুক্রবার রাত থেকেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে  ওই  যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর।

advertisement

আরও পড়ুন-                           একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                           একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

View More

তাঁর সঙ্গে কবে পুনমের বন্ধুত্ব হয়েছিল, তা নিজেই ভেবে পাচ্ছে না ওই যুবক। এ বিষয়ে ধনঞ্জয় বলেছেন, “পুনম পাণ্ডেকে তো আমি চিনি না। এই প্রথম আমি তাঁর নাম শুনলাম। আমি ফেসবুকও ব্যবহার করি না। কাল থেকেই ১৫-২০টা নম্বর থেকে ফোন এসেছে। জিজ্ঞাসা করছে পুনম পাণ্ডে, নিকিতা শর্মার ব্যাপারে। বার বার ফোন আসছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছি।”

advertisement

গতকাল রাত থেকে গোপালপুরে ধনঞ্জয় বর্মনের কাছে একাধিক ফোন আসতে শুরু করেছে। যা নিয়ে একপ্রকার অতিষ্ঠ ওই যুবক। এমন পরিস্থিতিতে ওই যুবক কি করবেন তার কূল কিনারা পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন বলেও জানিয়েছে ওই যুবক। আরও জানান, দুপুরে ১২টায় কাজে যান। বাড়ি ফেরেন রাত ১১ টায়। ফেসবুকেও অ্যাকাউন্ট নেই তাঁর। কিন্তু পুনমের কী খবর সে কথা জানতেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। ফোনের অত্যাচার থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও চিন্তা করছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/বিনোদন/
Poonam Pandey: পুনমের ঘনিষ্ঠ বন্ধু! নাম জড়াতেই চরম বিপাকে ‌বাংলার 'এই' গ্রামের ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল