চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে শেষ মুহূর্তে ভোটের নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। দাদা ইউসুফ পাঠানের সমর্থনে ভোটের প্রচারে এলেন ভাই ইরফান পাঠান। বৃহস্পতিবার দুপুরে প্রথমে হেলিকপ্টারে করে বহরমপুর এসে পৌঁছান। বহরমপুরে স্কোয়ার ফিল্ড ময়দানে তার হেলিকপ্টার অবতরণ করে। তারপরে তিনি বহরমপুরের একটি বেসরকারি হোটেলে গিয়ে উপস্থিত হন। পরে বেলডাঙ্গা বড়ুয়ার মোড় থেকে তিনি রোড শো শুরু করেন তৃণমূল প্রার্থী দাদা ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে ভাই ইরফান, বেলডাঙার ছাপাখানা মোড়-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে তারপরে কাজিশা এলাকায় জনসভাতে যোগ দেন ইরফান পাঠান।
advertisement
ইউসুফ পাঠান আগেই জানিয়েছিলেন, আইপিএল ক্রিকেট চলার জন্য সুযোগ পেলেই ভাই ইরফান পাঠান আসবেন। আর তাই এবার ইরফান পাঠানকে নিয়ে এসে চমক দিল তৃণমূল নেতৃত্ব। ক্রিকেটের ময়দানে যেমন ৪,৬ হাঁকাতেন এই দুই ভাই। এবার রাজনৈতিক ময়দানেও ছক্কা হাকিয়ে মানুষের মন জয় করলেন দুই ক্রিকেট তারকা। লক্ষ্য একটাই বহরমপুরের টানা পাঁচবারের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে তৃণমূলের জয়।
বৃহস্পতিবার বিকেলে এই দুই ভাই ইউসুফ পাঠান ও ইরফান পাঠানকে দেখবার জন্য রাস্তার দুই ধারে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষের ভালবাসা পেয়ে আপ্লুত প্রকাশ করেছেন দুই ক্রিকেটার। তবে ইরফান পাঠান জানান, খেলবে সবাই। জিতবে একজনই। তাই বহরমপুরের মানুষের এবার পরিবর্তন করবে বলেই মতামত প্রকাশ করেন ইরফান পাঠান।
কৌশিক অধিকারী