TRENDING:

Lok Sabha Election 2024: দাদার হয় মাঠে নামলেন ভাই! বহরমপুর কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন ইরফান পাঠান 

Last Updated:

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার বিকেলে ইরফান পাঠান বেলডাঙায় ভোটের নির্বাচনী প্রচার করলেন। প্রথমে রোড শো পরে জনসভায় যোগদান করলেন ইরফান পাঠান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আগেই থেকেই আশা ছিল ইরফান পাঠান আসবে। আর সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার দাদার হয়ে ব্যাট ধরতে এল ইরফান পাঠান। বহরমপুরে ভোটের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন ক্রিকেটার ইরফান পাঠান। বৃহস্পতিবার বিকেলে ইরফান পাঠান বেলডাঙায় ভোটের নির্বাচনী প্রচার করলেন। প্রথমে রোড শো পরে জনসভায় যোগদান করলেন ইরফান পাঠান।
advertisement

চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে শেষ মুহূর্তে ভোটের নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। দাদা ইউসুফ পাঠানের সমর্থনে ভোটের প্রচারে এলেন ভাই ইরফান পাঠান। বৃহস্পতিবার দুপুরে প্রথমে হেলিকপ্টারে করে বহরমপুর এসে পৌঁছান। বহরমপুরে স্কোয়ার ফিল্ড ময়দানে তার হেলিকপ্টার অবতরণ করে। তারপরে তিনি বহরমপুরের একটি বেসরকারি হোটেলে গিয়ে উপস্থিত হন। পরে বেলডাঙ্গা বড়ুয়ার মোড় থেকে তিনি রোড শো শুরু করেন তৃণমূল প্রার্থী দাদা ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে ভাই ইরফান, বেলডাঙার ছাপাখানা মোড়-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে তারপরে কাজিশা এলাকায় জনসভাতে যোগ দেন ইরফান পাঠান।

advertisement

ইউসুফ পাঠান আগেই জানিয়েছিলেন, আইপিএল ক্রিকেট চলার জন্য সুযোগ পেলেই ভাই ইরফান পাঠান আসবেন। আর তাই এবার ইরফান পাঠানকে নিয়ে এসে চমক দিল তৃণমূল নেতৃত্ব। ক্রিকেটের ময়দানে যেমন ৪,৬ হাঁকাতেন এই দুই ভাই। এবার রাজনৈতিক ময়দানেও ছক্কা হাকিয়ে মানুষের মন জয় করলেন দুই ক্রিকেট তারকা। লক্ষ্য একটাই বহরমপুরের টানা পাঁচবারের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে তৃণমূলের জয়।

advertisement

View More

বৃহস্পতিবার বিকেলে এই দুই ভাই ইউসুফ পাঠান ও ইরফান পাঠানকে দেখবার জন্য রাস্তার দুই ধারে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষের ভালবাসা পেয়ে আপ্লুত প্রকাশ করেছেন দুই ক্রিকেটার। তবে ইরফান পাঠান জানান, খেলবে সবাই। জিতবে একজনই। তাই বহরমপুরের মানুষের এবার পরিবর্তন করবে বলেই মতামত প্রকাশ করেন ইরফান পাঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: দাদার হয় মাঠে নামলেন ভাই! বহরমপুর কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন ইরফান পাঠান 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল