TRENDING:

Lok Sabha Election 2024: গণতন্ত্রের অধিকার তাঁদেরও, শত লাঞ্ছনার শিকার হয়েও ভোট উৎসবে সামিল হওয়ায় পিছপা নন

Last Updated:

Lok Sabha Election 2024: বহু লড়াইয়ের পর তাঁরা গণতন্ত্রের অধিকার পেয়েছেন। ‌তাই ভোটের এই উৎসবে তাঁরাও সমান ভাবে অংশীদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: ছেলেবেলা থেকেই জীবনযুদ্ধে সামিল। সংগ্রামেই কাটে দিন। পরিবার পরিজনের কাছে চিরকালই তাঁরা অবহেলিত। সমাজের মানুষেরাও বাঁকা চোখে দেখে তাঁদের। রুটিরুজির টানে রোদ, জল, ঝড়বৃষ্টি উপেক্ষা করে ছুটে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত। অনেক সময় মানুষের লাঞ্ছনার শিকার হতে হয় তাঁদের। কারণ তথাকথিত সমাজে তাঁরা তৃতীয় শ্রেণীর মানুষ।
advertisement

কিন্তু তাঁদেরও যে রয়েছে গণতন্ত্রের মৌলিক অধিকার। আর তাইতো ভোট উৎসবে তারাও শামিল হয়েছেন গণতন্ত্রে শরিক হতে। পশ্চিম বর্ধমান জেলায় চলছে চতুর্থ দফার ভোট। পশ্চিম বর্ধমানের ৪২ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় বসবাস করেন প্রায় ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ।

জেলার বিভিন্ন প্রান্তের ভোটার তাঁরা। তাঁদের মধ্যে তিনজন দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডে ভোট দিয়ে দিয়েছেন। যাঁরা ভোট দিয়েছেন তাঁরা হলেন নাগেশ্বরী প্রসাদ রায়, তুলতুলি কিন্নার, সোনালী কিন্নার। এ বিষয়ে কিন্নর গোষ্ঠীর প্রধান নাগেশ্বরী প্রসাদ রায় জানান, দীর্ঘ প্রায় ২৫-৩০ বছর ধরে তিনি ভোট দিচ্ছেন। সরকারি বিশেষ সুযোগসুবিধা তিনি না পেলেও গণতন্ত্রের শরিক তিনি। সরকারের কাছে তাঁর বিশেষ কোনও চাহিদাও নেই। যেভাবে জীবন চলছে সেভাবেই চলবে।

advertisement

আরও পড়ুন: হাতে আর বেশি সময় নেই… শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়ের আশঙ্কাও রয়েছে দক্ষিণের জেলা ঝাড়গ্রামে! আবহাওয়ার জরুরি বার্তা

View More

এ বিষয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজা বলেন, প্রতিবারই তৃতীয় লিঙ্গের মানুষেরা নিজের ভোটদানের অধিকার প্রয়োগ করেন। এ বছরও তাঁরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন।

advertisement

খাদ্যবস্ত্রের প্রয়োজনে রাস্তায়-রাস্তায় কাটে তাঁদের গোটা জীবন। বেশিরভাগ ক্ষেত্রেই লাঞ্ছনার শিকার হতে হয়। বহু লড়াইয়ের পর তাঁরা গণতন্ত্রের অধিকার পেয়েছেন। ‌তাই ভোটের এই উৎসবে তাঁরাও সমান ভাবে অংশীদার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: গণতন্ত্রের অধিকার তাঁদেরও, শত লাঞ্ছনার শিকার হয়েও ভোট উৎসবে সামিল হওয়ায় পিছপা নন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল