কিন্তু তাঁদেরও যে রয়েছে গণতন্ত্রের মৌলিক অধিকার। আর তাইতো ভোট উৎসবে তারাও শামিল হয়েছেন গণতন্ত্রে শরিক হতে। পশ্চিম বর্ধমান জেলায় চলছে চতুর্থ দফার ভোট। পশ্চিম বর্ধমানের ৪২ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় বসবাস করেন প্রায় ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ।
জেলার বিভিন্ন প্রান্তের ভোটার তাঁরা। তাঁদের মধ্যে তিনজন দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডে ভোট দিয়ে দিয়েছেন। যাঁরা ভোট দিয়েছেন তাঁরা হলেন নাগেশ্বরী প্রসাদ রায়, তুলতুলি কিন্নার, সোনালী কিন্নার। এ বিষয়ে কিন্নর গোষ্ঠীর প্রধান নাগেশ্বরী প্রসাদ রায় জানান, দীর্ঘ প্রায় ২৫-৩০ বছর ধরে তিনি ভোট দিচ্ছেন। সরকারি বিশেষ সুযোগসুবিধা তিনি না পেলেও গণতন্ত্রের শরিক তিনি। সরকারের কাছে তাঁর বিশেষ কোনও চাহিদাও নেই। যেভাবে জীবন চলছে সেভাবেই চলবে।
advertisement
এ বিষয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজা বলেন, প্রতিবারই তৃতীয় লিঙ্গের মানুষেরা নিজের ভোটদানের অধিকার প্রয়োগ করেন। এ বছরও তাঁরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন।
খাদ্যবস্ত্রের প্রয়োজনে রাস্তায়-রাস্তায় কাটে তাঁদের গোটা জীবন। বেশিরভাগ ক্ষেত্রেই লাঞ্ছনার শিকার হতে হয়। বহু লড়াইয়ের পর তাঁরা গণতন্ত্রের অধিকার পেয়েছেন। তাই ভোটের এই উৎসবে তাঁরাও সমান ভাবে অংশীদার।
শর্মিষ্ঠা ব্যানার্জি