সন্দেশখালির মাটি থেকে বাম প্রার্থী নিরাপদ সরদার। তবে এবার বসিরহাট লোকসভার বিস্ময় প্রার্থী রেখা পাত্রের বড় নির্বাচনে প্রার্থী হওয়ায় রেখা পাত্রের শাশুড়ি মা কি জানাচ্ছেন শুনুন এই বিশেষ প্রতিবেদনে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরত জাহান সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। যদিও নির্বাচনে জয় এর পরে এলাকায় তেমনভাবে তাকে অনেকে দেখতে পাননি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ তীব্র গরমে ভরদুপুরে ঘটল সাংঘাতিক কাণ্ড! মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি! তোলপাড় দিঘা
তবে এবার লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু সন্দেশখালি। সেই সন্দেশখালীর প্রত্যন্ত এলাকার গ্রামের পাত্র পাড়া থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এত বড় নির্বাচনের অংশগ্রহণে কখনও ভাবেননি রেখা পাত্রের শাশুড়ি মা। ফলে খুশির জোয়ার রেখার পরিবারে। সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মতো জয়ের পারদে শীর্ষে থাকেন কিনা, তা সময়ই বলবে।
জুলফিকার মোল্যা