আরও পড়ুন: খোল-করতাল নিয়ে ভোট প্রচারে তৃণমূল
আর সেই মতো জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা মিলল এই রণপা। হাতে আর মাত্র কয়েকটা দিন, শেষ দফার নির্বাচনে ভোট হবে জয়নগর লোকসভা কেন্দ্রে। নির্বাচন ঘোষণার পর থেকেই ভোটের প্রচারে নেমেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। যত দিন যাচ্ছে ততই প্রচারে ভিড় বাড়ছে, জন সমর্থন বাড়ছে বলে দাবি প্রতিমার। এবারে জয়ের মার্জিন আরও বাড়বে বলেই দাবি করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: প্রচারে সৃজন! কোল্ড স্টোরেজ থেকে রেললাইন, বললেন জিতলে কী কাজ করবেন
বিজেপি মানুষকে ধাপ্পা দিচ্ছে, সি এ এ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার নকল করে ৩ হাজার টাকার ভাতা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ এসবের যোগ্য জবাব দেবেন বলেই জানান প্রতিমা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের খিরিশতলা থেকে বহিরবেনা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভোটের প্রচার করেন প্রতিমা। সঙ্গে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা