TRENDING:

Rachana Locket: বাসন্তী পুজোর মণ্ডপে ঢাক বাজালেন লকেট, ধুনুচি নাচ রচনার! লোকসভার দুই তারকা প্রার্থীর কাণ্ড দেখুন

Last Updated:

Rachana Locket: হুগলি লোকসভার দুই তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় এসে যোগ দিলেন একই পুজোতে। একজন বাজালেন ঢাক, অন্যজন করলেন ধুনুচি নাচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বাসন্তী পুজোতেও এবার দুই তারকার আবির্ভাব। চুঁচুড়া তোলাফটক যুবক সংঘের বাসন্তী পুজো এই বছর ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে। অন্য বছরের তুলনায় এই বছরের পুজোর জাঁকজমক আরও বেড়ে উঠেছে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। কারণ, হুগলি লোকসভার দুই তারকা প্রার্থী এসে যোগ দিলেন একই পুজোতে। একজন বাজালেন ঢাক, অন্যজন করলেন ধুনুচি নাচ।
advertisement

মঙ্গলবার ছিল বাসন্তী পুজোর মহা অষ্টমীর দিন। এই মহা অষ্টমীর দিনেই বাসন্তী পূজার উদ্যোক্তারা ও স্থানীয় বাসিন্দারা পেলেন এক অভিনব চমক। সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপে এসে পড়ল চাঁদের হাট। হুগলি লোকসভার তৃণমূল ও বিজেপির দুই তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় এসে যোগ দিলেন একই পুজোতে। দুজনেই পুজো দিলেন মা অন্নপূর্ণার কাছে।

advertisement

আরও পড়ুন: রোদ তো নয়, যেন গনগনে আগুন জ্বলছে! ৪০-৪১-৪২? তাপমাত্রার সূচক কত জানেন? ভয় লাগবে শুনলে

দুই তারকা প্রার্থী নিজেদের মতো করে মেতে উঠলেন উৎসবের আনন্দে। ধুনুচি হাতে নাচ করলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, ঢাকের কাঠি হাতে পুজো মণ্ডপে ঢাক বাজালেন বিজেপির তারকা প্রার্থী ও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দুই অভিনেত্রীকে দেখার জন্য এই দিন পুজো মণ্ডপে ভিড় জমে ছিল সহস্র মানুষের।

advertisement

View More

আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!

উচ্ছ্বসিত জনতারা তাঁদের দেখার জন্য একত্রিত, মহা অষ্টমীর রাতে বাসন্তী দেবীর কাছে পুজো দিয়ে দুই অভিনেত্রী তারকা প্রার্থী জনসংযোগ সারলেন। এই বিষয়ে ওই পুজো কমিটির পূজা উদ্যোক্তা রাজেশ মণ্ডল জানান, চুঁচুড়া শহরে তাঁদের বাসন্তী পুজো খুবই ঐতিহ্যপূর্ণ। সেখানেই অষ্টমীর রাতে এসে পৌঁছন দুই তারকা প্রার্থী। প্রথমে মায়ের কাছে পুজো দিতে আসেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা পূজা মণ্ডপ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পূজা মণ্ডপে এসে উপস্থিত হন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

advertisement

দু’জনেই এসে মায়ের কাছে পুজো দেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ধুনুচি হাতে ঠাকুরের সামনে ধুনুচি নাচে মেতে উঠতে। অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় ঢাকের কাঠিতে বোল তোলেন। তিনি আরও জানান, ঠাকুরের কাছে সবার জন্য অবারিত দ্বার। তাঁরা এর মধ্যে কোনও রাজনৈতিক রঙ খুঁজছেন না। বরং তাঁরা বলছেন মায়ের কাছে পুজো দিতে যে কেউ আসতে পারেন।

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rachana Locket: বাসন্তী পুজোর মণ্ডপে ঢাক বাজালেন লকেট, ধুনুচি নাচ রচনার! লোকসভার দুই তারকা প্রার্থীর কাণ্ড দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল